Bankura Durga Puja: পুজো মণ্ডপ যেন আস্ত প্রতিবাদের মঞ্চ, বাঁকুড়ার প্যান্ডেল দেখে কুর্নিশ দর্শনার্থীদের

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Oct 09, 2024 | 1:27 PM

Bankura Durga Puja: নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপজুড়ে সর্বত্রই নারী নির্যাতনের বিভৎসতার ছবি তুলে ধরে দেবীর কাছে তার প্রতিকার চাওয়া হয়েছে।

Bankura Durga Puja: পুজো মণ্ডপ যেন আস্ত প্রতিবাদের মঞ্চ, বাঁকুড়ার প্যান্ডেল দেখে কুর্নিশ দর্শনার্থীদের
মণ্ডপেও প্রতিবাদের ছোঁয়া
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: আরজি কর থেকে জয়নগর, রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিবাদের আগুন বুকে নিয়ে উৎসবে সামিল আপামর বাঙালি। পুজোর মধ্যেও আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনে সামিল নাগরিক মহলেও। নানা প্রান্তে নানা মণ্ডপেও প্রতিবাদের ছোঁয়া। 

নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপজুড়ে সর্বত্রই নারী নির্যাতনের বিভৎসতার ছবি তুলে ধরে দেবীর কাছে তার প্রতিকার চাওয়া হয়েছে। একই সঙ্গে মন্ডপ জুড়ে অসংখ্য খণ্ডচিত্রের মাধ্যমে কোথাও বিচার চাওয়া হয়েছে কোথাও কন্যা ভ্রূণ হত্যা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়েছে। 

যদিও উদ্যোক্তাদের দাবি, এই থিমের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলীর মিল নেহাতই কাকতালীয়। তবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া রাজ্যের একের পর এক ঘটনা র বিচার চাইছেন তাঁরাও। বিচার চাইছেন সাধারণ দর্শনার্থীরাও। তাঁরা বলছেন, সময়োপযোগী থিম। রাজ্যজুড়ে যা চলছে তা বন্ধ হওয়া দরকার। আরও কঠোর হতে হবে সরকারকে। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর প্রয়োজন। কোনওভাবেই রেহাত করা যাবে না অপরাধীদের। 

Next Article