Calcutta High Court: হাইকোর্টে মুখ পুড়েছে সংসদের, শেষ পর্যন্ত পাল্টা চালে ‘বাজিমাত’ করেই দিলেন প্রাইমারি শিক্ষকেরা

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2024 | 1:47 PM

Calcutta High Court: দীর্ঘ আইনি লড়াই শেষে প্রাথমিক বিদ্যালয় সংসদের হলঘরেই রক্তদান কর্মসূচি করল প্রাথমিক শিক্ষক সংগঠন। আগামীতে ফের বাধা দিলে এভাবেই সংসদের মুখে ঝামা ঘষার হুঁশিয়ারি সংগঠনের নেতাদের।

Calcutta High Court: হাইকোর্টে মুখ পুড়েছে সংসদের, শেষ পর্যন্ত পাল্টা চালে বাজিমাত করেই দিলেন প্রাইমারি শিক্ষকেরা
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের অনুমতিতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হলঘরেই রক্তদান কর্মসূচি করল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন। এদিন প্রাথমিক বিদ্যালয় সংসদের ওই হলঘরে আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ে শুরু হয় ওই শিক্ষক সংগঠনের রক্তদান কর্মসূচি। আগামীদিনে সংসদ এভাবে বাধা দিতে এলে মুখে ঝামা ঘষে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই শিক্ষক সংগঠনের রাজ্য নেতৃত্ব। 

২০১৯ সালে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে একটি আন্দোলনের সাফল্যকে স্মরণীয় করে রাখতে অন্যান্য বছরের মতো চলতি বছর ২৮ জুলাই বাঁকুড়া জেলায় বিশেষ কর্মসূচি নেয় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নিজস্ব হলঘরে ২৮ জুলাই রক্তদান কর্মসূচি করার অনুমতি চেয়ে আবেদনও জানায়। সংগঠনের দাবি প্রথমে সংসদ মৌখিক অনুমতি দিলেও পরে তা বাতিল করে। তা নিয়েই বাড়তে থাকে চাপানউতর। 

সংসদ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। আদালতের সিঙ্গল বেঞ্চ ওই হলঘর ব্যবহারের জন্য অনুমতি দিলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় প্রাথমিক বিদ্যালয় সংসদ। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরপর আজ সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী আদালতের বেঁধে দেওয়া নিয়ম মেনে সংসদের হলঘরেই রক্তদান কর্মসূচির আয়োজন করে ওই শিক্ষক সংগঠন। রক্তদান কর্মসূচির মতো সামাজিক কাজ করতে গিয়েও এই ধরনের বাধা পাওয়ার জন্য রাজ্যের শাসকদলকেই কাঠগড়ায় তুলছে ওই শিক্ষক সংগঠন। পাশাপাশি আগামীতে এই ধরনের বাধা পেলে একইভাবে সংসদের মুখে ঝামা ঘষার হুঁশিয়ারি দিয়েছেন ওই শিক্ষক সংগঠনের নেতারা। 

Next Article