বাঁকুড়া: আবারও দুর্ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে। মারুতির ধাক্কায় আহত তিন বাইক আরোহী।
জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা কোতুলপুর চেক পোস্টের কাছে একটি দ্রুতগতির মারুতি ধাক্কা মারে তিন বাইক আরোহীকে। সেই ঘটনায় জখম হন তিন বাইক আরোহী। আহতদের প্রাথমিক ভাবে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের আঘাত গুরুতর থাকায় পরে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা বিষ্ণুপুর আরামবাগ রাস্তায় আরামবাগগামী একটি মারুতি অল্ট্রো গাড়ি খুব দ্রুতবেগে গিয়ে ধাক্কা মারে রাস্তা দিয়ে যাওয়া একটি স্কুটিকে। গাড়ির ধাক্কায় স্কুটির চালক সহ তিন জন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। তিনজনেরই আঘাত লাগে। এই সময় আহতদের একজন মারুতি গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাঁকে ফের ধাক্কা দিয়ে দ্রুতবেগে গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে পরে কোতুলপুর থানার পুলিশ তিন আহত ব্যক্তিকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মারুতি অল্টো গাড়িটির সন্ধানে পুলিশ রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। কোতুলপুর এলাকায় নিত্যদিন পথ দুর্ঘটনা লেগে থাকায় এলাকার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এক অসুস্থ ব্যক্তি বলেন, ‘আমরা বাড়িতে যাচ্ছিলাম। সেই সময় আচমকা ধাক্কা মারে একটি গাড়ি। আমরা ছিটকে গিয়ে পড়ি। তারপর গাড়িটিকে আটকাতে যাই আমরা। কিন্তু তখনও ধাক্কা মেরে পালিয়ে যাই সেটি।’