TMC attacks BJP: ‘মানুষ ওদের জিভ টেনে ছিঁড়ে নেবে’, বিজেপিকে আক্রমণ যুব তৃণমূল নেতার

Hirak Mukherjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2023 | 8:40 PM

TMC attacks BJP: তৃণমূল যুব নেতা সন্দীপ বাউরির দাবি, এটা কোনও উস্কানিমূলক বক্তব্য নয়। এটা নাকি মানুষেরই কথা।

TMC attacks BJP: মানুষ ওদের জিভ টেনে ছিঁড়ে নেবে, বিজেপিকে আক্রমণ যুব তৃণমূল নেতার
বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব সভাপতি সন্দীপ বাউরি

Follow Us

বাঁকুড়া : কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে বঞ্চনা করছে রাজ্যকে। এই অভিযোগে সম্প্রতি সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি গিয়ে ধরনায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতেই বিরোধী দলকে বেনজির ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূল যুবনেতার বিরুদ্ধে। কেন্দ্র তথা বিজেপি সরকারকে আক্রমণ করে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্দীপ বাউরি বলেন, ‘আমাদের কিছু করতে হবে না, সাধারণ মানুষ এদের জিভ টেনে ছিঁড়ে নেবেন।’ যুবনেতার এই মন্তব্যে বেড়েছে বিতর্ক। পাল্টা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার ধলডাঙা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্ততি সভার মঞ্চে উপস্থিত ছিলেন ওই যুবনেতা। সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের কাছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও বিধায়কেরা চিঠি দিয়ে টাকা না দেওয়ার আবেদন করেছেন। যুবনেতা বলেন, ‘এরা জনগণের ভোটে জিতে জনগণের টাকা আটকে দিয়ে মানুষকে বঞ্চিত করছেন। ১০০ দিনের টাকা, ঘরের টাকা বন্ধ করেছেন। এই নেতারা পশ্চিমবঙ্গের কলঙ্ক, বাঁকুড়ার কলঙ্ক।‘ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কথায় কথায় তৃণমূলের বদনাম করেন, কথায় কথায় ইডি আর সিবিআই দেখান। এই অপকর্মের জবাব মানুষ দেবে। মানুষের দরজায় গেলে ঝেঁটিয়ে শুদ্ধিকরণ করবে এদের। আমাদের কিছু করতে হবে না। সাধারণ মানুষ এদের জিভ ছিঁড়ে নেবে, যাতে দিল্লিতে গিয়ে এরা কেন্দ্রের কাছে টাকা না দেওয়ার কথা বলতে না পারেন।

তবে তৃণমূল যুব নেতা সন্দীপ বাউরির দাবি, এটা কোনও উস্কানিমূলক বক্তব্য নয়। তিনি বলেন, ‘যাঁরা কেন্দ্রের কাছে বাংলাকে বঞ্চিত করতে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়ার আবেদন করছেন, সাধারণ মানুষতো তার জবাব দেবেই। এটা সাধারণ মানুষের কথা।’

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ‘কেন্দ্র বারবার টাকা দেবে আর তোমরা সেগুলো চুরি করবে। ছেড়ে দেবে জনগণ? জনগণ যেভাবে ওদের ওপর চড়াও হবে, তা আগে সামলাক।’ কেটে দেওয়া, মেরে দেওয়ার সংস্কৃতি তৃণমূলের আছে বলেও মন্তব্য করেন তিনি।

Next Article