Bankura TMC: সবুজ সাথীর সাইকেলে রওনা, বাঁকুড়া থেকে কলকাতায় আসছেন ২৫ তৃণমূল নেতা-কর্মী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 20, 2022 | 12:20 PM

Bankura: বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মীকে ২১ জুলাই এর সমাবেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব।

Bankura TMC: সবুজ সাথীর সাইকেলে রওনা, বাঁকুড়া থেকে কলকাতায় আসছেন ২৫ তৃণমূল নেতা-কর্মী
সাইকেলে চড়ে কলকাতার উদ্দেশে রওনা (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: আগামিকাল তৃণমূলের শহিদ দিবস। তৎপরতা তুঙ্গে। জেলা-জেলা থেকে ইতিমধ্যে প্রচুর তৃণমূল কর্মী রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশে। কেউ ট্রেনে কেউ আবার বাসে করেই পাড়ি দিচ্ছেন কলকাতা। ইতিমধ্যে ২১ জুলাইয়ের উদ্দেশে সাইকেলে চড়ে কলকাতায় রওনা দিলেন বালিগুমার একদল তৃণমূল কর্মী।

বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিগুমা ফুটবল একাদশ ক্লাবের একদল তৃণমূল কর্মী সবুজ সাথীর সাইকেলে চড়ে রওনা দিল কলকাতার উদ্দেশে। মঙ্গলবার বিকালে রওনা দেয় ওই দলটি। বুধবার সন্ধ্যায় পৌঁছবে কলকাতায়।

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মীকে ২১ জুলাই এর সমাবেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। এজন্য প্রায় জেলা জুড়ে প্রায় চারশো বাস, কয়েকশো ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আজ বিকাল থেকে তৃণমূল কর্মীরা সেই বাসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। কিন্তু তার আগে গতকাল বিকালে সবুজসাথীর সাইকেলে চড়ে সমাবেশের উদ্দেশে রওনা দিলেন বালিগুমা এলাকার ২৫ জন তৃণমূল কর্মী।

আরামবাগ, ডানকুনি হয়ে সেই সাইকেল আরোহী দলের ১৪০ কিমি সাইকেলে পাড়ি দিয়ে আজ সন্ধ্যের মধ্যে কলকাতায় পৌঁছানোর কথা। যাত্রাপথে সবুজসাথী সহ রাজ্য সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের প্রচার চালিয়ে এলাকার মানুষকে ২১ জুলাই এর সভাস্থলে যাওয়ার আহ্বান জানাবে দলটি।

এক তৃণমূল কর্মী বলেন, ‘উৎসাহ প্রচণ্ড রকমের। গোটা গ্রাম এক জায়গায় জমা হয়েছে। ওদের উৎসাহ দিচ্ছে। বিজেপি যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, কোনও উন্নয়ন করছে না। বিজেপি এবং সিপিএম যৌথভাবে ভারতবর্ষের মানুষের উপর পশ্চিমবঙ্গের মানুষের উপর নির্যাতন চালাচ্ছে।’

Next Article