Bankura University: বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ, বিক্ষোভ TMCP-র

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 11, 2023 | 6:34 PM

Bankura University: জানা গিয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল এখনো প্রকাশ করতে পারেনি। এ দিকে, ১৫ সেপ্টেম্বর স্নাতকোত্তর স্তরের ফর্ম ফিলাপের শেষ দিন ঘোষণা করা হয়েছে। ফলে বহু পড়ুয়াই স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে তেমনই আশঙ্কা পড়ুয়াদের।

Bankura University: বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ, বিক্ষোভ TMCP-র
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশে বিলম্ব, ইচ্ছাকৃত ভাবে পরীক্ষায় পড়ুয়াদের কম নম্বর দেওয়া, রিভিউ করতে বাধ্য করা সহ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলে আজ বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় চত্বরেও মিছিলও করে।

জানা গিয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল এখনো প্রকাশ করতে পারেনি। এ দিকে, ১৫ সেপ্টেম্বর স্নাতকোত্তর স্তরের ফর্ম ফিলাপের শেষ দিন ঘোষণা করা হয়েছে। ফলে বহু পড়ুয়াই স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে তেমনই আশঙ্কা পড়ুয়াদের।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি, পড়ুয়ারা ভাল পরীক্ষা দিলেও ইচ্ছাকৃতভাবে কম নম্বর দিচ্ছে বিশ্ববিদ্যালয়। পরে মোটা অঙ্কের টাকা খরচ করে রিভিউ করা হলেও সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। রাজ্যপাল মনোনিত উপাচার্যর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এমন স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলে অভিযোগ টিএমসিপি-র। সেই কারণে সোমবার আন্দোলনে নামে তারা। দ্রুত এই অব্যবস্থা বন্ধ না হলে আগামীদিনে বিশ্ববিদ্যালয় অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের ওই ছাত্র সংগঠন।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। রাজ্যের উচ্চ-শিক্ষা দফতরের অভিযোগ তাদের না জানিয়েই বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করছেন আচার্য। এ নিয়ে ক্ষুব্ধ হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সামনে ধরনা দেবেন বলেও হুংকার দেন তিনি। কয়েকমাস আগে রাজ্যপাল কর্তৃক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ হন গৌতম বুদ্ধ সুরাল। টিএমসিপি-র অভিযোগ তাঁর জামানায় অব্যবস্থা তৈরি হয়েছে। সেই কারণে এ দিন বিক্ষোভে সামিল হন তাঁরা।

Next Article