Mysterious Death: হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Mar 16, 2025 | 10:37 AM

Mysterious Death: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা ওই দুই যুবক জেলার বাইরে কাজ করতো। সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তাঁরা গ্রামে ফিরে আসে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি।

Mysterious Death: হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শালবেদিয়া: সাত সকালেই জোড়া মৃতদেহ উদ্ধার, পাশেই পড়ে বাইক, বাইক দুর্ঘটনায় মৃত্যু নাকি পিছনে অন্য কোনও? জোর চাপানউতোর বাঁকুড়ায়। এদিন সাত সকালেই গ্রামের প্রান্তে একটি ইটের স্তূপের পাশে  দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অদূরে পড়ে রয়েছে একটি বাইক। কাকভোরে হাঁটতে বেরিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছিলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষেরা। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মৃত যুবকদের নাম দেবাশিস মণ্ডল ও বাপ্পা মাজি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা ওই দুই যুবক জেলার বাইরে কাজ করতো। সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তাঁরা গ্রামে ফিরে আসে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায়। রাতে আর তাঁরা বাড়িতে ফেরেনি। পরের দিন সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষ দেখেন গ্রামের প্রান্তে রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। অদূরে পড়ে রয়েছে একটি বাইক। তড়িঘড়ি থানায় খবর দিলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। পরে কাঁটাবাইদ গ্রামে খবর গেলে মৃত দুই যুবকের পরিবার অমরকানন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাঁদের শনাক্ত করে। 

প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইকে নিয়ে যাওয়ার সময় পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের গাদায় ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ওই দুই যুবকের মৃত্যুর পিছনে নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। চাপানউতোর এলাকায়। 

Next Article