সোমামুখী: পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে জেলায়-জেলায় অশান্তি খবর। বাঁকুড়ার সোনামুখীতে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গিয়ে হেনস্থার শিকার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বিডিও অফিসের সামনে তাঁকে হেনস্থা করেন তৃণমূল কর্মীরা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ওই এলাকায়।
আজ দলীয় প্রার্থীদের নিয়ে সোনামুখী বিডিও অফিসে মনোনয়ন জমা করতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সূত্রের খবর, বিডিও অফিসে ঢোকার ঠিক আগেই দিবাকর ঘরামি-সহ বিজেপির প্রার্থীদের উপর তৃণমূল চড়াও হয়। অভিযোগ, বিজেপি প্রার্থীদের পাশাপাশি হেনস্থার শিকার হন বিজেপি বিধায়কও।
শুধু তাই নয়,এই ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতার মাথা ফেটে যায়। গলগল করে রীতিমতো রক্ত ঝরতে শুরু করে তাঁর। শেষে মাথায় কাপড় বেঁধে স্থানীয় একটি হাসপাতালে যান তিনি। আরও কয়েকজন বিজেপি নেতা কর্মীর আহত হওয়ার খবর উঠে আসছে।
ঘটনার বিষয়ে দিবাকর ঘরামি বলেন, “প্রথম দু’দিন মোটামুটি ঠিকঠাক ভাবে জমা মনোনয়ন জমা দিতে পারলেও আজকে তৃণমূল কংগ্রেসের লোকজন বড় মিছিল করে আসে। আমরা প্রতিরোধ করেছি। তারপর যখন পারেনি তখন স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে আমাদের কর্মীদের মারধর করা হয়। এমনকী আমাদেরও হেনস্থা করা হয়।” যদিও, তৃণমূলের কারোর প্রতিক্রিয়া মেলেনি।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। মনোনয়ন জমার দিনই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের দিন কী হবে? মনোনয়ন জমার প্রথম দু’দিন যখন অশান্তির খবর সামনে আসছিল, তখন বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃতীয় এবং বাকিদিন গুলিতেও একই ছবি সামনে আসবে। ঠিক তাই হল। তৃতীয় দিনেও এল হামলা-অশান্তির খবর।