বাঁকুড়া: মনোনয়নে সংঘর্ষ, গুলি, বোমাবাজির ছবি দেখছে বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে কমিশনকে। সেই পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে বদলে গেল বাঁকুড়ায় নিরাপত্তার ছবিটা। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার কার্যত মনোনয়নপর্ব চলল। রাস্তাতেও এদিন বেশ সক্রিয়ই দেখা গিয়েছে পুলিশকে। দফায় দফায় চলেছে পুলিশের টহলও। আর এখানেই উঠছে প্রশ্ন। বিরোধীরা বলছেন, পুলিশ মনোনয়নের প্রথম দিন থেকে এমন সক্রিয় থাকলে হয়তো বাঁকুড়ার মতো জেলাতে প্রায় প্রতিদিন অশান্তির ছবিটা দেখতে হত না।
মনোনয়নের প্রথম দিন থেকেই অশান্তি শুরু হয় বাঁকুড়ায়। বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়ের ব্লকে বারেবারে বিরোধীরা অভিযোগ করতে থাকে শাসক দল তাদের মনোনয়নে বাধা দিচ্ছে। ইন্দাস, পাত্রসায়ের, জয়পুর ও কোতুলপুর ব্লকে মনোনয়ন করতে গিয়ে বারেবারে শাসক দলের হাতে হেনস্থা ও হিংসার শিকার হতে হয় বিরোধী প্রার্থীদের।
প্রতি ক্ষেত্রেই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। বিরোধীরা দাবি, মনোনয়নের প্রথম থেকেই পুলিশ ছিল নীরব দর্শক। মনোনয়নের শেষ দিনে অবশ্য ছবিটা বেশ বদলে গেল। জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়ের এই চারটি ব্লকের মনোনয়ন কেন্দ্র কার্যত মুড়ে ফেলা হল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে।
বিডিও অফিসে যাওয়ার রাস্তায় বসানো হয় একের পর এক চেকপোস্ট। অবাঞ্চিত ভিড় এড়াতে সক্রিয় হতে দেখা গেল পুলিশকে। দিনভর মনোনয়ন কেন্দ্রগুলির আশপাশের এলাকায় চলল পুলিশ ও র্যাফের টহলদারি।