WB Panchayat Polls 2023: মনোনয়নের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছিল, আচমকাই বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর-মারধরের অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 15, 2023 | 4:41 PM

WB Panchayat Polls 2023: কার্যালয়ে ঢুকে ভাঙচুর, মারধরের অভিযোগ। ওই দলীয় কার্যালয়ে থাকা মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB Panchayat Polls 2023: মনোনয়নের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছিল, আচমকাই বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর-মারধরের অভিযোগ
দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর

Follow Us

বাঁকুড়া: মনোনয়নের শেষ দিনেও অশান্তি অব্যহত বাঁকুড়ায়। বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। কার্যালয়ে ঢুকে ভাঙচুর, মারধরের অভিযোগ। ওই দলীয় কার্যালয়ে থাকা মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোনয়ন তোলা ও জমা দেওয়ার শুরুর দিন থেকেই বাঁকুড়া জেলার কোতুলপুরে বারবার অশান্তির অভিযোগ উঠেছে। শাসক দলের তরফে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ বারবার তুলেছে বিরোধী বিজেপি ও সিপিএম। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিনে বেশ কিছু বিজেপি কর্মী মনোনয়ন জমা করতে বিজেপির কোতুলপুর এক নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে জড়ো হন।

সেখানে মনোননয়নের প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী হাতে রড, লাঠি, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দলীয় কার্যালয়ে। নির্বিচারে ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়ের আসবাবপত্র। ব্যাপক মারধর করা হয় উপস্থিত বিজেপি কর্মীদের।

বিজেপির দাবি, ঘটনায় ১৫ জনেরও বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন। কোতুলপুর ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করার জন্যই তৃণমূল এই হামলা চালিয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃনমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃনমূলের কোনও সম্পর্ক নেই।

Next Article