ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার ৩৩৫ টাকা, বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তি তিনটি গরু, তিনটি ছাগল ও কুঁড়েঘর!

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সোমনাথ মিত্র

Mar 19, 2021 | 6:46 PM

একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাঁকুড়ার (Bankura) শালতোড়া (Saltora) বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী চন্দনা বাউড়ি (Chandana Bauri) আদতে যে দিনমজুরের স্ত্রী।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ হাজার ৩৩৫ টাকা, বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তি তিনটি গরু, তিনটি ছাগল ও কুঁড়েঘর!
চন্দনা বাউড়ি

Follow Us

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৬ হাজার ৩৩৫ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১, ৯৮৫ টাকা। আর বাকি সম্পত্তি বলতে ৩ টি ছাগল, ৩ টি গরু এবং একটি কুঁড়েঘর। একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাঁকুড়ার (Bankura) শালতোড়া (Saltora) বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী চন্দনা বাউড়ি (Chandana Bauri) আদতে যে দিনমজুরের স্ত্রী।

চন্দনার স্বামী একজন দিন মজুর। দিনে আয় ৪০০ টাকা। শালতোড়া আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় চন্দনা বাউড়ি নির্বাচন কমিশনকে যে হলফনামা জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে, তাঁর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬,৩৩৫ টাকা। তাঁর স্বামীর অ্যাকাউন্টে রয়েছে ১,৫৬১ টাকা।

চন্দনা বাউড়ির হলফনামা অনুসারে, তাঁর মোট অস্থাবর সম্পত্তি ৩১,৯৮৫ টাকা এবং তাঁর স্বামী শ্রাবণের মোট অস্থাবর সম্পত্তি ৩০,৩১১ টাকা। তাদের কোন কৃষিজমি নেই। দিনমজুরিতেই চলে সংসার। চন্দনা তাঁর স্বামীর চেয়ে বেশি শিক্ষিত। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। স্বামী ক্লাস এইট পাস। স্বামী ও স্ত্রী উভয়েই এমজিএনরেগা কার্ডের উপভোক্তা।

চন্দনা এবং তাঁর স্বামী গত বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি তৈরির প্রথম কিস্তি হিসেবে ৬০,০০০ টাকা পেয়েছিলেন। তারা দু’কক্ষের একটি পাকা বাড়ি তৈরি করেছেন। আজ সেই চন্দনাই বিজেপি প্রার্থী। তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে তাঁকেই প্রার্থী করেছেন, একথা চন্দনা জানতে পারেন প্রতিবেশীদের কাছ থেকেই।

আরও পড়ুন: মেনুতে ভাত-মুরগির মাংস, শেষ পাতে দুই মিষ্টি! আড়ম্বরে পালিত হল টিকিট পেয়েও তৃণমূল ত্যাগী নেত্রীর শ্রাদ্ধানুষ্ঠান

যদিও চন্দনার স্বামী শ্রাবণ আগে ফরোয়ার্ড ব্লকের সদস্য ছিলেন।  তাঁর দাবি, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরে টিএমসি নেতাকর্মীরা তাঁকে হয়রানি করেছিল। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।  টিকিট পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চন্দনা।

Next Article