বাঁকুড়়া: নির্বাচন পর্ব মিটতেই দলবদল। বিজেপির টিকিটে জিতেই তৃণমূলে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্যা। কাজল মই নামের ওই জয়ী বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হল। বাঁকুড়া জেলার ২২ টি ব্লকের মধ্যে বিজেপি তুলনামূলকভাবে ভাল ফল করেছে ওন্দা ব্লকে। এই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিজেপি। অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিতে সংখ্যাগরিষ্ঠতা না মিললেও বিজেপির ঝুলিতে গিয়েছে একাধিক আসন। সেই ওন্দা ব্লকেই এবার বিজেপিকে ধাক্কা দিতে বিজেপির এক জয়ী পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে যোগ দেওয়ানোর ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়ী হয়। ১ টি আসনে জয় পায় বিজেপি। এবার বিজেপির সেই জয়ী প্রার্থী কাজল মই যোগ দিলেন তৃণমূলে। কাজল মইয়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বীট। বিজেপির দাবি, ভয় দেখিয়ে ও অর্থের বিনিময়ে বিরোধীদের জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করে দাবি করেছে রাজ্য জুড়ে চলা উন্নয়নে সামিল হতেই এই যোগদান।
কাজল মইয়ের অবশ্য বক্তব্য, তিনি মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু একা জিতে সেভাবে কিছুই করে উঠতে পারবেন না। তাই তৃণমূলে যোগ দিলেন। বাঁকুড়া ছিল একসময়ের লাল দুর্গ। তবে পালাবদলের পর সেখানকার মাটি দখল নেয় তৃণমূল। ২০১৯ সাল থেকে হাওয়া বদলাতে শুরু করে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে চিড় ধরায় পদ্মশিবির। একুশ সালের নির্বাচনে আটটি আসন দখল করে নেয় বিজেপি। সামনে লোকসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত নির্বাচন অবশ্যই প্রেস্টিজিয়াস ফাইট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাঁকুড়ায় বিজেপি বেশ কিছুটাই ব্যথা পেয়েছে।