Fire in Bank: গভীর রাতে দাউদাউ করে জ্বলে গেল আস্ত ব্যাঙ্ক, সব পুড়ে ছাই হলেও রহস্যজনকভাবে বেঁচে গেল গুরুত্বপূর্ণ নথি

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Aug 07, 2024 | 2:00 PM

Fire in Bank: গভীর রাতে ব্যাঙ্কে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে সমস্ত বৈদ্যুতিন সামগ্রী। চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যাঙ্কে। মাঠে নামে দমকল।

Fire in Bank: গভীর রাতে দাউদাউ করে জ্বলে গেল আস্ত ব্যাঙ্ক, সব পুড়ে ছাই হলেও রহস্যজনকভাবে বেঁচে গেল গুরুত্বপূর্ণ নথি
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

বাঁকুড়া: রাতের অন্ধকারে বিধ্বংসী আগুন ব্যাঙ্কে। আগুনে পুড়ে ছাই কম্পিউটার, টাকা গোনার যন্ত্র থেকে শুরু করে অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী। শেষে ব্যাঙ্ক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার সারেঙ্গার একটি সমবায় ব্যাঙ্কে। 

জানা গিয়েছে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও দিনভর লেনদেন চলে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের সমবায় ব্যাঙ্কের ওই শাখায়। সন্ধ্যায় ব্যাঙ্ক বন্ধ করে কর্মীরা বাড়িও ফিরে যান। কিন্তু কে জানত রাতেই তাঁদের জন্য অপেক্ষা করে আছে বড় বিপদ। গভীর রাতে তালাবন্ধ ওই ব্যাঙ্কে আগুন লাগার খবর পান ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। খবর চাউর হতেই আশপাশের এলাকায় যে সমস্ত ব্যাঙ্ক কর্মীরা ছিলেন তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় খাতড়ার দমকল কেন্দ্রে। 

ব্যাঙ্ক কর্মীদের দাবি, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন ব্যাঙ্কের কর্মীরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে আগুনে ব্যাঙ্কের কম্পিউটার, টাকা গোনার একাধিক যন্ত্র, এসি ও ফ্যান সহ অন্যান্য বিদ্যুতিন সামগ্রী পুড়ে গেলেও নথিপত্রের কোনও ক্ষতি হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, অগ্নিনির্বাপক সমস্ত ব্যবস্থাই ছিল। কিন্তু, তারপরেও কী করে লাগল আগুন? কর্মীরা মনে করেছেন শর্ট সার্কিটের জেরে এমনটা হয়ে থাকতে পারে। পুরো বিষয় খতিয়ে দেখছে দমকল। 

Next Article