AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam 2025: ইংরেজি পরীক্ষা দিয়ে এসেই…, মাধ্যমিক দিতে দিতেই মাত্র ১৪ বছরের মেয়েটা যে শেষ পর্যন্ত এই কাজ করতে পারে ভাবতে পারছে না পরিবার

Madhyamik Exam 2025: রুমার বাড়ি বাসন্তীর সজিনাতলায়। বাবা হরিপদ নস্কর। এবার তাঁর মেয়ে বাসন্তী সেন্ট টেরিজা গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। সিট পড়েছে সোনাখালি উচ্চমাধ্যমিক হাইস্কুলে।

Madhyamik Exam 2025: ইংরেজি পরীক্ষা দিয়ে এসেই…, মাধ্যমিক দিতে দিতেই মাত্র ১৪ বছরের মেয়েটা যে শেষ পর্যন্ত এই কাজ করতে পারে ভাবতে পারছে না পরিবার
শোকের ছায়া পরিবারেImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 11:01 AM
Share

ক্যানিং: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর থেকেই মনটা ভাল ছিল না। পরীক্ষা যে বিশেষ ভাল হয়নি তা জানিয়েছিল বাড়ির লোকজনকে। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই যে মাত্র ১৪ বছরের মেয়েটা এই কাণ্ড করে বসবে তা ভাবতে পারছেন না কেউই। পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা নজরেই রেখেছিলেন। কিন্তু, সবার অলক্ষ্যেই আচমকা বিষ খেয়ে নেয় ওই রুমা নস্কর নামে ওই কিশোরী। 

রুমার বাড়ি বাসন্তী সজিনাতলায়। বাবা হরিপদ নস্কর। এবার তাঁর মেয়ে বাসন্তী সেন্ট টেরিজা গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। সিট পড়েছে সোনাখালি উচ্চমাধ্যমিক হাইস্কুলে। মঙ্গলবার ছিল ইংরাজির পরীক্ষা। বাবা বলছেন, পরীক্ষা দিয়ে আসার পর থেকেই মনমরা ছিল মেয়ে। বাড়িতে জানায় পরীক্ষা ভাল হয়নি। সবাই সান্তনা দিলেও কিছুতেই বিকাল থেকেই উদাস মনে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল রুমা। কিন্তু, তারমধ্যেই যে মেয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা ভাবতে পারছেন না বাবাও।

বাড়ির লোকজনই ঘটনা দেখে মেয়েকে নিয়ে সোজা বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে চলে যান। চিকিৎসাও শুরু হয়। কিন্তু, ফল খুব একটা দেখা যায়নি। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে রুমাকে নিয়ে বাড়ির লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসার তোড়জোড় করেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া গোটা এলাকাতেও।