বীরভূম: ‘শিল্প না হলে জমি ফেরত চাই’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বীরভূম সফরের আগেই পড়ল কৃষকদের পোস্টার। বাম আমলে শিল্পের জন্য শিবপুর মৌজার জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু তৃণমূল আমলে সেখানে শিল্পের বদলে গড়ে ওঠে স্বপ্নের প্রকল্প ‘গীতবিতান টাউনশিপ’ ও ‘বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়’। এরপর থেকেই জমি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা।
বৃহস্পতিবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফরের আগেই বোলপুরের নানা জায়গায় পড়ল পোস্টার। রবিবার সকালে শিবপুর মৌজার একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। তাতে লেখা,’চাষির বুকের ওপর বানানো ওই বাংলো-পাঁচিল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’
কৃষকদের দাবি, এই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল, শিল্পই করতে হবে। আর তা না হলে জমি ফিরিয়ে দিতে হবে৷ এই মর্মেই তাঁরা আবেদন করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।
তৃণমূলের দাবি, শিল্প হলে এলাকায় দূষণ হত, তাই বাংলো তৈরি করা হয়েছে। কিন্তু কর্মসংস্থানের কথা ভেবে দেওয়া জমিতে বাংলো তৈরির বিষয়টি মেনে নিতে পারছেন না কৃষকরা। আর তাঁদের জমি ফেরত দেওয়া না হলে ভবিষ্যতে বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।