শিল্প না হলে জমি চাই, মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি কৃষকদের

Dec 27, 2020 | 3:21 PM

কৃষকদের দাবি, এই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল। শিল্পই করতে হবে। আর না হলে জমি ফিরিয়ে দিতে হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চান তাঁরা।

শিল্প না হলে জমি চাই, মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি কৃষকদের
বিক্ষোভ প্রদর্শনকারী কৃষকরা।

Follow Us

বীরভূম: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ফের সরগরম বোলপুর শ্রীনিকেতনের শিবপুর এলাকা। রবিবার শিল্পের দাবিতে বিক্ষোভ দেখালেন জমিহারা কৃষকরা। বিশ্ববিদ্যালয়, আকাশ ছোঁয়া ফ্ল্যাটবাড়ি নয়, পেটের তাগিদে শিল্পই চাই, আওয়াজ তুললেন তাঁরা। শুনিয়ে রাখলেন, দাবি পূরণ না হলে মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখাবেন।

বাম আমলে শিল্পের জন্য এই শিবপুর মৌজায় ৩০০ একর জমি অধিগ্রহণ করেছিল সরকার। কথা ছিল শিল্প হবে। এলাকার লোকজনের কর্মসংস্থান হবে। গ্রামের ছেলেরাও কাজ পাবে। ভিন রাজ্যে আর যেতে হবে না কাজ খুঁজতে। কিন্তু বাম আমল মুছে গিয়েছে ১০ বছর হতে চলল। শিল্পের দেখা নেই। তৃণমূল ক্ষমতায় আসার পর সেখানে গড়ে উঠছে গীতবিতান টাউনশিপ, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, আইটি হাব।

আরও পড়ুন: পরিবহণ দফতরে ৭২৫ কোটির ‘কেলেঙ্কারি’, বিস্ফোরক অখিলের নিশানায় শুভেন্দু

এদিকে কৃষকদের দাবি, শিল্পের জন্য জমি দিয়েছিলেন তাঁরা। তাই এখানে শিল্পই হবে। এ নিয়ে প্রায়ই বিক্ষোভও দেখান তাঁরা। সোমবার বোলপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। পদযাত্রা করবেন রবি তীর্থে। সেই পদযাত্রা থেকে স্লোগান উঠবে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায়ও। তার আগে রবিবার সকালেই শিবপুরে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখাল শিবপুর জমিহারা কৃষক মঞ্চ।

কৃষকদের দাবি, এই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল। শিল্পই করতে হবে। আর না হলে জমি ফিরিয়ে দিতে হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চান তাঁরা। দাবি না মিটলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে এই কৃষক মঞ্চ। এ বিষয়ে জেলাশাসক বিজয় ভারতী কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান, মুখ্যমন্ত্রী জেলায় আসছেন। সফরের প্রস্তুতি নিয়েই ব্যস্ত তিনি।

Next Article