আচমকাই ফোনে বিস্ফোরণ, ছিটকে পড়লেন যুবক, ঝলসে গেল চোখ! মোবাইলের দোকানে ভয়ঙ্কর ঘটনা

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Dec 27, 2020 | 3:01 PM

দোকানে দাঁড়িয়ে থাকা বাকিরা তখনও আকস্মিকতার রেশ কাটিয়ে ওঠতে পারেননি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই কর্মী। চোখ-মুখে গভীর ক্ষত।

আচমকাই ফোনে বিস্ফোরণ, ছিটকে পড়লেন যুবক, ঝলসে গেল চোখ! মোবাইলের দোকানে ভয়ঙ্কর ঘটনা
এর কিছু মুহূর্ত পরই বিস্ফোরণ হয়

Follow Us

মুর্শিদাবাদ: দোকানে দাঁড়িয়ে দুই ক্রেতা। এক কর্মীর সঙ্গে কথা বলছিলেন তাঁরা। আরেক কর্মী তখন মোবাইল সারাতে ব্যস্ত। আচমকাই একটা বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। চোখে হাত দিয়ে চেয়ার থেকে ছিটকে পড়েন এক কর্মী। দোকানে দাঁড়িয়ে থাকা বাকিরা তখনও আকস্মিকতার রেশ কাটিয়ে ওঠতে পারেননি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই কর্মী। চোখ-মুখে গভীর ক্ষত।

মুর্শিদাবাদের (Murshidabad)নবগ্রামের একটি মোবাইল রিপেয়ারিং দোকানের সিসিটিভি বন্দি হয়ে রইল এক ভয়ঙ্কর ঘটনা। গুরুতর জখম নিউটন শেখ নামে দোকানের ওই কর্মী বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর চোখে গভীর ক্ষত রয়েছে।

নবগ্রামের পাঁচগ্রামে ওই মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে অনেকদিন ধরেই কাজ করেন নিউটন। রবিবার এক ব্যক্তি তাঁর মোবাইল ফোনটি সারাতে দিয়ে যান। সেই ফোনটিতেই কাজ করছিলেন নিউটন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে. দোকানে তখন আরও তিন জন ছিলেন। আচমকাই একটি বিস্ফোরণ হয়। চোখ হাত দেওয়া অবস্থাতেই ছিটকে পড়ে যান নিউটন। বাকিরা চমকে ওঠে। তাঁরাও অনেকটা দূর সরে যান।

আরও পড়ুন: মধ্যরাতে সৈকতের ধারে দাউ দাউ করে জ্বলছে পর্যটকের গাড়ি, ভয়ঙ্কর ঘটনা দিঘায়

আশঙ্কাজনক অবস্থায় নিউটনকে উদ্ধার করে প্রথমে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চোখের মারাত্মক ক্ষত তৈরি হয়েছে নিউটনের। প্রাথমিক চিকিত্সার পর নিউটনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় ভয়াবহতায় স্তম্ভিত সকলেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই বিস্ফোরণ হয়েছে।

Next Article