মধ্যরাতে সৈকতের ধারে দাউ দাউ করে জ্বলছে পর্যটকের গাড়ি, ভয়ঙ্কর ঘটনা দিঘায়

পার্ক করার নির্দিষ্ট জায়গা না পেয়ে সৈকতের ধারে একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলেন এক পর্যটক।

মধ্যরাতে সৈকতের ধারে দাউ দাউ করে জ্বলছে পর্যটকের গাড়ি, ভয়ঙ্কর ঘটনা দিঘায়
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2020 | 3:50 PM

পূর্ব মেদিনীপুর: বছর শেষের ছুটি কাটাতে অনেকেই দিঘায় (Digha) গিয়েছেন। তবে ‘নিউ নরম্যাল’এ পর্যটকদের ভিড় একটু কম। তার মধ্যে মধ্যরাতে দিঘাতে ভয়ঙ্কর ঘটনা। সৈকতের ধারে দাঁড়ানো গাড়িতে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। আতঙ্কে শিউরে ওঠেন পর্যটকরা।

পার্ক করার নির্দিষ্ট জায়গা না পেয়ে সৈকতের ধারে একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলেন এক পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা দেখেন, ভোররাতের দিকে আচমকাই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করেন।

চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন পর্যটকরা। আতঙ্ক ছড়ায় এলাকায়। হঠাৎ কেন গাড়িটিতে আগুন লাগাল, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সাকির্টের জেরেই আগুন লেগেছে। তবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন: ‘ব্যাঙ্ক ম্যানেজার’এর ফোন, উধাও কলেজ ছাত্রের অ্যাকাউন্টের সব টাকা!

কিন্তু এইভাবে ঘুরতে গিয়ে আগুনে গাড়ি ভস্মীভূত হওয়ার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কেন নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখা যায়নি, তা নিয়েও প্রশ্ন উঠছে।