এ বছর হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা, জানাল বিশ্বভারতী

Dec 12, 2020 | 3:25 PM

মেলা না হলেও ঐতিহ্য মেনে পালিত হবে পৌষ উৎসব।

এ বছর হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা, জানাল বিশ্বভারতী
এ বছর হচ্ছে না পৌষমেলা।

Follow Us

বীরভূম: গত কয়েক মাসে জল্পনা চলছিলই। শনিবার তাতে পড়ল সিলমোহর। এ বছর পৌষমেলা হচ্ছে না, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে রীতি মেনে অনুষ্ঠিত হবে পৌষ উৎসব। এদিন পৌষমেলা নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এ বছর পৌষমেলার আয়োজন করা হবে না। এর আগে বিশ্বভারতীর কোর্ট কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিন তাতেই পড়ল সিলমোহর। করোনা পরিস্থিতিতে পৌষমেলার ঝুঁকি নিতে রাজি নয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বাস্থ্যসাথী থেকে ‘বঞ্চিত’

বিশ্বভারতীর ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “করোনা পরিস্থিতিতে পৌষমেলা হবে না। জেলা পরিষদের অনুমতি নিতে হয় আমাদের। আমরা তো এই পরিস্থিতিতে অনুমতিই পাব না। মেলা যে হবে না তা তো বিশ্বভারতী আগেই সিদ্ধান্ত নিয়েছে কোর্টের বৈঠকে। তবে পৌষ উৎসব হবে। উপাসনা, সেমিনারও হবে।”

রীতি মেনে ৭ পৌষ শুরু হবে উৎসব। ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। এবার আবার বিশ্বভারতীর শতবর্ষ। তা ঘিরে উদযাপন-অনুষ্ঠানও হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অনিলবাবু জানান, “এই শতবর্ষ উদযাপনে আচার্যর আসার কথা। যদি তিনি না আসতে পারেন সেক্ষেত্রে ভার্চুয়ালি থাকবেন আমাদের সঙ্গে। শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল আসবেন।” বিশ্বভারতীর কর্মিমণ্ডলীর সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, “এ বছর আমাদের বিশ্বভারতীর শতবর্ষ। প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে আচার্য ও মুখ্যমন্ত্রীকে। তাঁদের উপস্থিতিতে শতবর্ষের অনুষ্ঠানের যাতে সূচনা করা যায়, চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুন: কোলের মেয়ে হাত ফস্কে ছাদ থেকে মাটিতে, বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

প্রত্যেক বছর শান্তিনিকেতনের পৌষমেলাকে ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম হয় রবি-তীর্থে। বাংলার পাশাপাশি অন্য রাজ্য এমনকী বিদেশ থেকেও বহু মানুষ আসেন এই মিলনমেলায় যোগ দিতে। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির কারণে সে ছবিতে বদল আনতেই হয়েছে কর্তৃপক্ষকে। অবশ্য় ঐতিহ্যের পৌষ উৎসবে ছেদ পড়ছে না। সবরকম স্বাস্থ্যবিধি মেনে আশ্রমে পালিত হবে বৈতালিক, ছাতিমতলায় উপাসনা, খ্রিস্টোৎসব।

 

 

Next Article