বাকুঁড়া: পিক-আপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর জখম আরও দুই। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে সোনামুখীর(Sonamukhi) রপটগঞ্জ এলাকায়। মৃত টোটন দে (৩৫) ও বিশ্বজিৎ সিংহ (২০)-এর বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়ারা গ্রামে।
আরও পড়ুন : এ বছর হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা, জানাল বিশ্বভারতী
স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে একটি পিক-আপ ভ্যানে করে বাঁকুড়া থেকে মুরগি নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন টোটন দে ও বিশ্বজিৎ সিংহ। সেই সময় ৮ নম্বর রাজ্য সড়কের উপর রপটগঞ্জের কাছে একটি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক টোটন ও সঙ্গী বিশ্বজিৎ-এর।
আরও পড়ুন : বাড়িতেই খুন করে দাহ করা হয় অর্জুনকে, নেপথ্যে কি তন্ত্র সাধনা? সল্টলেকে ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়
সোনামুখী(Sonamukhi) থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। আহত দুই ব্যক্তিকে সোনামুখী(Sonamukhi) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অপর ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অত্যধিক কুয়াশায় দৃশ্যমানতার অভাবই দুর্ঘটনার জন্য দায়ী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রপটগঞ্জের এই টার্নিং পয়েন্টটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক। এর আগেও বহুবার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। দীর্ঘদিন ধরেই এই টার্নিং-এর কাছে স্পিড ব্রেকার লাগানোর দাবি করা হয়েছে। কিন্তু, প্রশাসন এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি।