প্রথম বিবাহবার্ষিকী! পাত পেড়ে সারমেয়দের বিরিয়ানি খাওয়ালেন ধূপগুড়ির দম্পতি

tista roychowdhury |

Dec 13, 2020 | 1:07 PM

প্রথম বিবাহবার্ষিকীতে পার্টি নয়। ডে আউট ও নয়। পশুপ্রেমী(Animal Lover) সঙ্গীতা মণ্ডল গুন ও তাঁর স্বামী ঠিক করেন বিশেষ দিনটি স্মরণীয় করতে সারমেয়দের সঙ্গে সময় কাটাবেন।

প্রথম বিবাহবার্ষিকী! পাত পেড়ে সারমেয়দের বিরিয়ানি খাওয়ালেন  ধূপগুড়ির দম্পতি
পশুপ্রেম , নিজস্ব চিত্র

Follow Us

ধূপগুড়ি : দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। আমন্ত্রিতদের পাত পেড়ে বিরিয়ানি খাওয়ালেন তাঁরা। সঙ্গে উপহারও। রেডিয়াম বেল্ট। আমন্ত্রিতরা আর কেউ নয়, পাড়ার সারমেয়। রাতবিরেতে যাদের হাঁকে-ডাকে পাড়ার মানুষ নিরাপদ মনে করে। ধূপগুড়ি(Dhupguri)ব্লকের বাসিন্দা পশুপ্রেমী(Animal Lover) সঙ্গীতা মণ্ডল গুন ও তাঁর স্বামীর এমন আতিথেয়তায় মুগ্ধ প্রতিবেশীরা।

আরও পড়ুন : কুয়াশাই কাল! সোনামুখী-রপটগঞ্জে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু ২, আহত আরও ২

প্রথম বিবাহবার্ষিকীতে পার্টি নয়। ডে আউট ও নয়। পশুপ্রেমী(Animal Lover) সঙ্গীতা মণ্ডল গুন ও তাঁর স্বামী ঠিক করেন বিশেষ দিনটি স্মরণীয় করতে সারমেয়দের সঙ্গে সময় কাটাবেন। বৃহস্পতিবার বিকেলে, স্বামী-স্ত্রী মিলে এক পশুপ্রেমী(Animal Lover) সংগঠনের সদস্যদের সঙ্গে যৌথ উদ্যোগে সারমেয়দের বিরিয়ানি ভোজে নিমন্ত্রণ করেন। পাশাপাশি, পশুপ্রেমী(Animal Lover) সংস্থাটি কুকুরদের গলায় পরিয়ে দেয় রেডিয়াম বেল্ট।

আরও পড়ুন : বাড়িতেই খুন করে দাহ করা হয় অর্জুনকে, নেপথ্যে কি তন্ত্র সাধনা? সল্টলেকে ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়

 

 

ওই সংস্থার কর্মী অনিকেত চক্রবর্তী জানান, পথ কুকুরদের নিরাপত্তার স্বার্থেই রেডিয়াম বেল্ট লাগানো হল। এর ফলে, রাতের অন্ধকারে দূর থেকেই নজরে পড়বে সারমেয়র দল। কমবে মৃত্যুহার। সারমেয় প্রেমের এই অভিনব নজিরের সাক্ষী থাকল গোটা ধূপগুড়ি শহর।

Next Article