কলকাতা: দলের ‘দক্ষ সংগঠক’ এখন সিবিআই হেফাজতে। ‘ওয়ান ম্যান আর্মি’-র বীরভূম এখন কার্যত ‘বেতাজ বাদশা’হীন। বীরভূমের তৃণমূল কর্মীদের একাংশের মতে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর জেলায় শাসক দলের অভিভাবকের জায়গায় এক শূন্যতা তৈরি হয়েছে। অনুব্রতর সিংহাসনও খালি পড়ে রয়েছে। চাকরিতে অনিয়মের অভিযোগে আপাতত আদালতের গণ্ডি পেরোচ্ছেন অনুব্রত-কন্যা। এই পরিস্থিতিকে বীরভূমের সংগঠনের হাল ধরতে তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর শনিবার বড় সভা করল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। বোলপুরে সভা হয়। পার্টির সংগঠন নিয়ে আলোচনা করেন নেতৃত্ব।
‘সংগঠক’এর অভাবে এলাকা ভিত্তিক সংগঠনে নজর দিচ্ছেন জেলা নেতৃত্ব। এই সব ইস্যুতে আলোচনা হয়। পরে জেলা ছাত্র সংগঠন নিয়েও বৈঠকে বসে জেলা নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর প্রথম থেকেই ‘টিম’-এর ওপর ভরসা রাখছেন শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ কোনও একজন মানুষের ওপর নয়, জেলার নেতৃত্বের ওপর দায়িত্ব ভাগ করে দিতে চাইছেন শীর্ষ নেতৃত্ব। অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ আরও কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আপাতত এই কমিটিই জেলাস্তরের সব সিদ্ধান্ত নেবে বলে স্থির হয়।
দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ইতিমধ্যেই মিটিং-মিছিলের ডাক দিয়েছেন জেলা নেতৃত্ব। সূত্রের খবর, বীরভূম জেলা নিয়ে আলাদা করে চিন্তাভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রতর অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে বিষয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে বলে খবর।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অনুব্রতহীন বীরভূমে, কী হবে দলের ‘গেম প্ল্যান’, তা নির্ধারণ করতেই ঘন ঘন বৈঠকে বসছেন দলের শীর্ষ নেতৃত্ব।