সিউড়ি : এবার স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) হানা বীরভূমেও (Birbhum)। বিগত এক সপ্তাহের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের মধ্যে একজনের নাম বিকাশ বাউড়ি। বয়স ৩৭ বছর। ওই যুবকের বাড়ি বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার রসা গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি জ্বরের উপসর্গ নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। জ্বরের সঙ্গে সঙ্গে খিচুনিও ছিল তাঁর। অন্য এক মৃত ব্যক্তি অবশ্য এ রাজ্যের বাসিন্দা নন। তিনি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনিও জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গিয়েছে, তিনি কিডনি সংক্রান্ত রোগও ভুগছিলেন।
স্ক্রাব টাইফাস রোগ হয় এক বিশেষ ধরনের পোকার কামড় থেকে। ট্রম্বিকিউলিড মাইটস নামে এক বিশেষ ধরনের পোকার কামড় থেকে এই রোগ হয়। বর্ষাকালে বিভিন্ন ঝোপ-ঝাড়ে এই পোকা দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই তা মানুষকে কামড়ে দেয়। সেই থেকেই এই স্ক্রাব টাইফাস রোগ হতে পারে। আর এই পোকার কামড়ে শরীরে কোনও ব্যাথা বা যন্ত্রণার অনুভূতি হয় না। ফলে, অনেক ক্ষেত্রেই বিষয়টি বুঝতে দেরি হয়ে যায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই আবার বাড়ির বিভিন্ন পোষ্যদের শরীরেও এই পোকা দেখা যেতে পারে এবং তার থেকেও ছড়াতে পারে সংক্রমণ।
শরীর দুর্বল লাগা বা রক্তচাপ কমে যেতে দেখলে, চিকিৎসকের সঙ্গে কথা বলুন। চিকিৎসকের পরামর্শ নিন। প্রচণ্ড জ্বর, মাথার যন্ত্রণা, গা-হাত-পা ব্যাথা কিংবা গায়ে র্যাশ, এমন বেশ কিছু উপসর্গ দেখা যেতে পারে স্ক্রাব টাইফাস হলে। এক্ষেত্রে জ্বর হলে, তা এক সপ্তাহ পর্যন্তও থাকতে পারে। উল্লেখ্য, স্ক্রাব টাইফাসের চিকিৎসার জন্য অ্যান্টিবডি রয়েছে। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা হওয়া প্রয়োজন। নাহলে, বাড়াবাড়ি হলে অঙ্গহানি হওয়ার সম্ভাবনাও থেকে যায়।