Bagtui Case: ভাদু শেখ খুনে গ্রেফতার আরও এক

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 20, 2022 | 1:57 AM

Bagtui Case: কয়েক মাস আগেই ভাদু শেখ খুনের ঘটনায় চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁরা সকলেই পলাতক ছিল বলে জানা যায়।

Bagtui Case: ভাদু শেখ খুনে গ্রেফতার আরও এক
প্রতীকী ছবি

Follow Us

বীরভূম: ২১ মার্চ সন্ধ্যা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। এরপরই ওইদিন মাঝরাতে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে যায় বগটুই গ্রামে (Bagtui Case)। যার রেশ এখনও রয়ে গিয়েছে বঙ্গ রাজনীতির চর্চায়। কয়েক মাস আগে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করে সিবিআই (CBI)। এবার ফের আর এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। বীরভূমের মোল্লারপুর থেকে তাঁকে গ্রেফতার হয় বলে জানা যাচ্ছে। এই ব্যক্তি ভাদু শেখকে বোমা মারে বলে অভিযোগ। তাঁকে এদিন রামপুরহাট এসিজেএম আদালতে তোলা হলে তাঁর ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

অন্যদিকে কয়েক মাস আগেই ভাদু শেখ খুনের ঘটনায় চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় তাঁরা সকলেই পলাতক ছিল বলে জানা যায়। ভাদু খুনের এফআইআরেও এই চারজনের নাম রয়েছে।  প্রসঙ্গত, ভাদু শেখর মৃত্যুর দিনে অর্থাৎ ২১ মার্চ মধ্যরাতে নৃশংস গনহত্যার ঘটনা ঘটে বগটুই গ্রামে। অভিযোগ, ভাদু শেখ খুনের বদলা নিতে বগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন সকালে আটজনের পোড়া দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার কয়েকদিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। বগটুই হত্যাকাণ্ডে কয়েকদিন আগেই বুলু শেখ ওরফে ডলারকে গ্রেফতার করে সিবিআই। ধৃত যুবক নিহত ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের ভাগ্নে বলে জানা যায়। 

Next Article