Birbhum: অনুব্রত-গড়ে গ্রামবাসীর তাড়া খেয়ে চটি ফেলে পালালেন তৃণমূল নেতা, ভোটের আগের দিন হইহই
Birbhum: পুরাতন গ্রামপঞ্চায়েতের তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সোমনাথ ঘোষ। অভিযোগল রবিবার বসন্তপুর গ্রামে ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোটব্যাঙ্ক নিশ্চিত করার কাজ করছিলেন তিনি। টাকা ও শাড়ি বিলি করছিলেন বলেও দাবি করে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ। তাঁর পাল্টা দাবি, ইচ্ছা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
বীরভূম: ভোটের আগের দিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রামে টাকা, কাপড় বিলির অভিযোগ। আর তা ঘিরেই তুমুল হইচই মহম্মদবাজার এলাকায়। বিজেপি কর্মীদের তাড়া খেয়ে চটি ফেলে মোটর সাইকেল নিয়ে কোনক্রমে পালিয়ে বাঁচলেন মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোষ।
পুরাতন গ্রামপঞ্চায়েতের তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সোমনাথ ঘোষ। অভিযোগল রবিবার বসন্তপুর গ্রামে ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোটব্যাঙ্ক নিশ্চিত করার কাজ করছিলেন তিনি। টাকা ও শাড়ি বিলি করছিলেন বলেও দাবি করে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোমনাথ। তাঁর পাল্টা দাবি, ইচ্ছা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় মহম্মদবাজারের মণ্ডল-৩-এর নেতা উত্তম দাসের কথায়, “তৃণমূলের সোমনাথ ঘোষ তেঁতুলবেড়িয়া থেকে এসে কাপড়, টাকা বিলি করছিলেন। গ্রামবাসী আমাকে খবর দেয়। গ্রামের লোকেরা একেবারে ঘিরে নেন ওনাকে। এরপরই একজনের বাড়িতে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে বের করে।”
যদিও সোমনাথ ঘোষের দাবি, “আমি দুপুর ৩টে নাগাদ ধান কাটার জন্য যাই। সেই সময় বিজেপির কিছু ছেলে দল বেঁধে এসে আমার উপর আক্রমণ করে। অভিযোগ করে আমি টাকা বিলি আর কাপড় বিলি করছে। যদি কাপড় বা টাকা বিলি করার একটা প্রমাণও দেখাতে পারে যা অভিযোগ করবে মেনে নেব। কিন্তু এর কোনও প্রমাণ নেই। বসন্তপুর গ্রামে আমার লোকজনকে ধান কাটার বিষয়ে বলতে গিয়েছিলাম। বিজেপির ছেলেরা আগে থেকেই টার্গেট করে রেখেছিল আমাকে হেনস্থা করার। তাই হেনস্থা করল।”