বীরভূম: দহন জ্বালায় জ্বলছে বাংলা। নজরে পঞ্চায়েত ভোট, ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা রয়েছে তাঁর। শাহি সফর ঘিরে উত্তেজনা বীরভূমে। এক্ষেত্রে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে বিজেপি বীরভূমে আসন সংখ্যার ভিত্তিতে অনেক বেশি ভোট পেয়েছিল। এখন অনুব্রত নেই, তাই বিজেপির সংগঠনকে আরও জোরদার করতে দাওয়াই দেবেন শাহ।
KEY HIGHLIGHTS
পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ বলেন, ‘গঙ্গার তীরে মায়ের আরাধনা করার সৌভাগ্য হল আমার। যখনই দক্ষিণেশ্বর এসেছি, এক নতুন চেতনা তৈরি হয়েছে। সবসময়ই মানুষের কল্যাণের কথা বলেছি। আজ প্রার্থনা করেছি, বাংলার মানুষ যাতে সুখ-শান্তি পায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক হয়, প্রত্যেকে যেন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, কোনও হিংসা বা সন্ত্রাসের মুখোমুখি যেন হতে না হয়।‘ তিনি আরও বলেন, ‘বীরভূমে গিয়ে মানুষের যে উৎসাহ দেখেছি, তাতে বিজেপির ভবিষ্যতের ফলাফল নিয়ে কোনও সন্দেহ নেই।’
উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে অমিত শাহকে স্বাগত জানান বিজেপির সমর্থকেরা। প্রচুর সমর্থক ভিড় করেছেন মন্দিরের সামনে।
দক্ষিণেশ্বরে পৌঁছলেন অমিত শাহ। সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। উপস্থিত রয়েছেন এ রাজ্যের নেতা-নেত্রীরা। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।
মমতা দিদি আপনি স্বপ্ন দেখুন, আপনার পর আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। কিন্তু আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হবেন: অমিত শাহ।
যাঁকে কেন্দ্র সরকার গরু পাচার মামলায় জেলে পাঠিয়েছে, তাঁকে আজও মমতা জেলা সভাপতি বানিয়ে রেখেছে। আপনারা কি এই সন্ত্রাস থেকে মুক্তি চান না? প্রশ্ন শাহের।
বাংলায় ৫২ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে : অমিত শাহ।
মমতা চান না বাংলায় আয়ুষ্মান ভারত চালু হোক। আপনারা বাংলায় বিজেপির সরকার আনুন: অমিত শাহ।
চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে। যার বাড়িতে কোটি কোটি নগদ টাকা মিলেছে, তাকে জেলে ভরলে বলা হচ্ছে কেন্দ্র অত্যাচার করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে: অমিত শাহ।
তিন লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন মমতা। হিসেব দিন। বাংলার যুবকেরা হিসেব চাইছে। এমন দুর্নীতি হয়েছে যে ২ ট্রাক ভরে ইডি-কে টাকা নিয়ে যেতে হয়েছে। ওগুলো গরিব মানুষের টাকা। তৃণমূলের লজ্জা পাওয়া উচিত: অমিত শাহ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে উপড়ে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা রয়েছে। সেই সমস্যা দূরীকরণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানালেন।
বেলা ১.১০ মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামলেন অমিত শাহ। তাঁকে অর্ভ্যথনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়।
অন্ডাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সিউড়ি যাবেন অমিত শাহ। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সেরে বেণীমাধব স্কুল মাঠে সভা। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ প্রত্যেক মাসেই বাংলায় আসবেন। জেলা ভিত্তিক বৈঠক করবেন।
শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দুপুর ১টা ১০ নাগাদ হেলিকপ্টারে বীরভূম পৌঁছবেন অমিত শাহ।
বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ বেণীমাধব স্কুল মাঠ থেকে সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে। এর পর কপ্টারে করে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন দক্ষিণেশ্বরের মন্দিরে।
শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।