বীরভূম: রাজ্যে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের আঁচে তপ্ত বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বীরভূম সফরে আসছেন তিনি। ফোকাসে পঞ্চায়েত ভোট। আগামী ১৪ই এপ্রিল বীরভূমের সিউড়িতে আসবেন শাহ। সিউড়িতে বেণীমাধব স্কুলের মাঠে একটি জনসভা করবেন তিনি। তার আগে বুধবার সন্ধ্যাই সিউড়িতে বেণীমাধব স্কুলের মাঠ পরিদর্শন করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সভাপতি ধ্রুব সাহা সহ স্থানীয় বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা।
অমিত শাহর সফর সূচি
শুক্রবার অর্থাৎ ১৪ তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর এয়ারপোর্টে পৌঁছবেন কেন্দ্রীয় মন্ত্রী। দুপুর বারোটায় পৌঁছবেন সিউড়ি সার্কিট হাউজে। এরপর দুপুর আড়াইটে নাগাদ জনসভা করবেন তিনি। বিকেল চারটে নাগাদ সিউড়ি থেকে ফের দুর্গাপুর হয়ে সাড়ে পাঁচটা নাগাদ দমদম বিমান বন্দরে পৌঁছবেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এরপর সন্ধ্যে ৬টা নাগাদ দলের নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করবেন শাহ।
১৫ ই এপ্রিল
শনিবার সকালে ব্যক্তিগত সাক্ষাৎকার দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টা নাগাদ দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবন তিনি। এরপর দমদম হয়ে ফিরে যাবে অমিত শাহ।
প্রসঙ্গত, চলতি বছরে বাংলায় ১২টি সভা করতে পারেন অমিত শাহ। তাঁর প্রথম সভা বীরভূমে। অনুব্রতহীন সিউড়িতে সভা করে দলীয় কর্মীরা হয়ত অমিত শাহর বক্তব্য শুনে চাঙ্গা হবেন।