বোলপুর : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর তাঁর সম্পত্তির সূত্র ধরে আরও অনেক তথ্য আসছে সিবিআই-এর হাতে। মঙ্গলবারও এই মামলার তদন্তে বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। রাইস মিলের পর বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে হানা দিয়েছে সিবিআই। এরই মধ্যে গোয়েন্দাদের নজরে এলেন এক ব্যবসায়ী, রাজীব ভট্টাচার্য। অনুব্রতর স্ত্রী অসুস্থ থাকাকালীন নিউ টাউনের হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই।
ইতিমধ্যেই এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। বীরভূমের আমোদপুরের বাসিন্দা রাজীব ওরফে কেষ্ট ভট্টাচার্য এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বলেই পরিচিত। তিনি এলাকায় একাধিক চালকল চালাতেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুব্রত চালকলের সঙ্গে রাজীবের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল যখন অসুস্থ অবস্থায় নিউ টাউনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন সেই হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই ব্যালান্স সিট ইতিমধ্যেই এসেছে সিবিআই-এর হাতে। কী কারণে এতগুলো টাকা দিলেন ওই ব্যক্তি? ওই টাকা আসলে কার? এ সব প্রশ্নই ভাবাচ্ছে গোয়েন্দাদের। শুধু তাই নয়, সোমবার যে রাইস মিলে তল্লাশি চালানো হয়, সেই রাইস মিল যখন শিবানি ঘোষ নিজ নিয়েছিলেন, তখন মিলের পুরনো মালিকের সঙ্গে রাজীবই পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর।
এ ব্যাপারে ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে, টাকা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। অনুব্রতকে কেন ৬৬ লক্ষ টাকা দিলেন? TV9- এর তরফে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনাকৈ কৈফিয়ত দেব কেন? আমার সিএ উত্তর দেবে। আমি কোনও টাকা অনুব্রতকে দিইনি।’ তাঁর দাবি, অনুব্রতও তাঁকে কোনও টাকা দেননি। প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বলেন, ‘অনুব্রতর টাকা কি সস্তা, যে আমাকে দেবে?’
উল্লেখ্য, প্রথমে ভোলে ব্যোম ও পরে শিব শম্ভু রাইস মিলে তল্লাশি চালিয়েছে সিবিআইয়। প্রথমটিতে একাধিক বহুমূল্য গাড়িও পাওয়া গিয়েছে। এই অবস্থায় রাজীব ভট্টাচার্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে সিবিআই।