TMC in Birbhum: লোকসভা নির্বাচনের আগে বীরভূমে ‘ফিরলেন’ অনুব্রত মণ্ডল

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 25, 2024 | 11:54 AM

TMC in Birbhum: ইতিমধ্যেই বীরভূমের সিউড়ির কার্যালয়ের সামনে ফ্লেক্স বসানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোর কমিটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি ফ্লেক্সে রয়েছে পাঁচজন কোর কমিটির সদস্যের ছবি ও নাম।

Follow Us

সিউড়ি: বীরভূমে কোর কমিটি গঠিত হতেই যেন ফিরলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সশরীরে না হলেও কেষ্টর ছবি ফিরল ফ্লেক্সে। কোর কমিটির পাঁচজন সদস্যর পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করল বীরভূম জেলায়। বস্তুত, গত পঞ্চায়েত নির্বাচনের সময় বীরভূমে তৃণমূলের প্রচুর সভা হয়েছে। কিন্তু সেই সময় কার্যত চোখে পড়েনি কেষ্টর কোনও ছবি। এমনকী ফ্লেক্সেও নাম ছিল না দাপুটে এই তৃণমূল নেতারা। তবে লোকসভা ভোটে মমতা আস্থা রাখতেই আবারও ফিরে এলেন অনুব্রত।

ইতিমধ্যেই বীরভূমের সিউড়ির কার্যালয়ের সামনে ফ্লেক্স বসানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোর কমিটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি ফ্লেক্সে রয়েছে পাঁচজন কোর কমিটির সদস্যের ছবি ও নাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ফ্লেক্সে কেষ্টর ছবিকেও হাইলাইট করা হয়েছে।

YouTube video player

সিউড়ি: বীরভূমে কোর কমিটি গঠিত হতেই যেন ফিরলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সশরীরে না হলেও কেষ্টর ছবি ফিরল ফ্লেক্সে। কোর কমিটির পাঁচজন সদস্যর পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করল বীরভূম জেলায়। বস্তুত, গত পঞ্চায়েত নির্বাচনের সময় বীরভূমে তৃণমূলের প্রচুর সভা হয়েছে। কিন্তু সেই সময় কার্যত চোখে পড়েনি কেষ্টর কোনও ছবি। এমনকী ফ্লেক্সেও নাম ছিল না দাপুটে এই তৃণমূল নেতারা। তবে লোকসভা ভোটে মমতা আস্থা রাখতেই আবারও ফিরে এলেন অনুব্রত।

ইতিমধ্যেই বীরভূমের সিউড়ির কার্যালয়ের সামনে ফ্লেক্স বসানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোর কমিটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি ফ্লেক্সে রয়েছে পাঁচজন কোর কমিটির সদস্যের ছবি ও নাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ফ্লেক্সে কেষ্টর ছবিকেও হাইলাইট করা হয়েছে।