বোলপুর: বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত হয়েছেন অনুপম হাজরা। গত কয়েক মাস ধরেই বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে অনুপমের বিরোধ সামনে এসেছে। ধারাবাহিক ভাবে রাজ্যে নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন তিনি। বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মিসভা করে গিয়েছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথাতেই তিনি কাজ করে যাচ্ছেন বলে জানাতেন। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পদ খুইয়েছেন তিনি। বুধবার পুরনো একটি মামলায় বোলপুর মহকুমা আদালতে এসেছিলেন অনুপম। অপসারণ নিয়ে সাংবাদিকরা তাঁকে লাগাতার প্রশ্ন করে গিয়েছেন। কিন্তু সে প্রসঙ্গে একটিও কথা বলেননি তিনি। প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকদের তিনি পাল্টা জানিয়েছেন নতুন বছরের আগাম শুভেচ্ছা।
বোলপুর আদালতের কাজ সেরেে অনুপম যখন বেরোচ্ছেন তখন তাঁকে ঘিরে ছিল বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়। সকলেই এক প্রশ্ন, “কেন্দ্রীয় পর্যবেক্ষকের পদ থেকে অপসারণ নিয়ে কী বলবেন? আগামী দিনে বিজেপিতেই থাকবেন?” কিন্তু হাসিমুখে সাংবাদিকদের এই সব প্রশ্ন এড়িয়েছেন অনুপম। উল্টে জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা। এর পর সাংবাদিকরা চেপে ধরেন তাঁকে। তখনই তাঁর মুখে শোনা গেল হিমালয়ে যাওয়ার কথা। হিমালয় থেকে ফিরে এই সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন অনুপম হাজরা।
এ বিষয়ে অনুপম বলেছেন, “আমি এখন ২দিনের জন্য হিমালয়ে যাচ্ছি। হিমালয় থেকে ফিরে আসি। তৃতীয় দিনের দিন কথা হবে।” এর পরই সাংবাদিকদের থেকে প্রশ্ন ধেয়ে আসে- “সেদিনই সব ঠিক হয়ে যাবে?” এর পর অনুপম বলেন, “আমি হিমালয় থেকে ফিরি। হিমালয় থেকে ফিরে কথা বলব।” হিমালয়ের ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলে অপসারণের প্রসঙ্গ অনুপম এড়িয়ে যেতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। তবে আগামী দিনে অনুপম কী করেন, সে দিকে এখন নজর বাংলার রাজনৈতিক মহলের।