বোলপুর: সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু। তাতে লালনের স্ত্রী রেশমার বয়ানে উঠে আসছে বিস্ফোরক তথ্য। এই ঘটনায় আবারও বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। আবারও নাম উঠে আসছে মিহিলাল শেখের। সিবিআই-এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন রেশমা।
লালন শেখের স্ত্রী ঠিক কী বলেছেন?
রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের বাইরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা তখন রেশমা বললেন, “সিবিআই আমাকে মেরেছিল, আমার স্বামীকে মারল ওখানে। যা বলার আমি সব এফআইআর-এ বলে দিয়েছি। লালন আমাকে বলেছিল, আমাকে দেখে নাও, শেষ দেখা দেখে নাও। সেটাই হল। লালন বলেছিল, ওরা শেষ করে দেবে।” তাঁর অভিযোগ, “মিহির সব কিছুর মাস্টার। মিহিলাল শেখ। ও চেয়েছে লালনের ফাঁসি চাই। মিহিলালই ফাঁসিয়েছে আমার স্বামীকে।” তিনি প্রশ্ন তোলেন, “আমার স্বামীর আত্মহত্যা করলে তো শরীরে কাপড় থাকত, কিন্তু সেটা ছিল না। ১১ তারিখ রাত ১০ টা থেকে হুমকি দিচ্ছিল ওরা। হার্ড ডিস্ক চাইছিল। কিন্তু আমার কাছে হার্ড ডিস্ক থাকলে, আমি আমার স্বামীকে বাঁচিয়ে নিতাম…” এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, এই মিহিলাল শেখের বাড়িতেই অগ্নি সংযোগের অভিযোগ উঠেছিল। ভাদু শেখের বিরুদ্ধ গোষ্ঠী ছিল মিহিলাল শেখ। আর ভাদুর ডান হাত ছিলেন লালন।
এক্ষেত্রে লালন শেখের স্ত্রী ভাস্কর নামে এক জনের নাম নিয়েছেন। তবে সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর-এ বেশ কয়েকজনের নাম করেছেন পরিবারের সদস্যরা। লালন শেখের মৃত্যুর পিছনে বারবার উঠে আসছে হার্ড ডিস্ক রহস্য। লালন শেখের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তার হার্ড ডিস্ক পেতেই চাপ দিচ্ছিল সিবিআই। লালনকে সোমবারই তাঁর গ্রামের বাড়ি ও আত্মীয়দের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, লালন ও তাঁর পরিবারের সদস্যদের জন্য হার্ড ডিস্কের জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি হুমকির শিকার হয়েছিলেন লালনের মেয়েও। হার্ড ডিস্ক যে তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সিবিআই-ও বলছে।
লালন শেখের মৃত্যু রহস্য কি লুকিয়ে তার বাড়ির সিসিটিভি-র হার্ড ডিস্কে? লালনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক এখনও নিখোঁজ। সিবিআই-এর অন্যতম উদ্দেশ্য ছিল, নিখোঁজ থাকা হার্ড ডিস্ক উদ্ধার করা। সিবিআইয়ের দাবি, বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত তার বয়ানে জানিয়েছে, বগটুইতে হামলা চালানোর আগে লালন শেখের বাড়ির সামনে তারা জড়ো হয়েছিল।
আপাতত লালন মৃত্যুতে ফুঁসছে বগটুই। সিবিআই-এর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপরেও নির্ভর করছে অনেকটাই।