বীরভূম: ছেলের মৃত্যুর পর সরকারের কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের ২ লক্ষ টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে যুবককে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। অভিযুক্ত যুবকের নাম পলাশ শেখ। তাঁর বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার কানাইপুর গ্রামে।
আট মাস আগে কিডনির অসুখে মৃত্যু হয় মাড়গ্রাম থানার কানাইপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় মাল নামে এক যুবকের। ছেলের মৃত্যুর পর সরকারের কাছে আবেদন করে দু লক্ষ টাকা সরকারি অনুদান পান মৃত যুবকের মা মমতা মাল। প্রতিবেশী যুবক পলাশ শেখ সেই টাকা তুলে দেওয়ার কথা বলেন। মহিলার অভিযোগ, বিভিন্ন সময় পলাশ টিপছাপ নিয়ে আট বারে ২ লক্ষ টাকা তুলে নিয়েছে। ব্যাঙ্কে গিয়ে তিনি পাসবই আপডেট করে বিষয়টি জানতে পারেন। এরপরই মহিলা বিষয়টি তাঁর প্রতিবেশীদের জানান।
প্রতিবেশীরা অভিযুক্ত পলাশ শেখকে ভাঁড়শালা পাড়ায় একটি ফ্ল্যাটে দেখতে পান। তারপর সেই ফ্ল্যাটটি ঘিরে রাখেন তাঁরা। পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে। রামপুরহাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।