Visva Bharati: ‘অমর্ত্য সেন ইস্যুতে পোস্ট করেছিলাম’, সাসপেন্ড হওয়ার পর বললেন বিশ্বভারতীর ছাত্র

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2023 | 11:21 AM

Visva Bharati: সোমনাথ সৌ বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের তৃতীয় সেমেস্টারের ছাত্র। বুধবার রাতে ইমেল মারফত নোটিস পাঠানো হয় তাঁকে।

Visva Bharati: অমর্ত্য সেন ইস্যুতে পোস্ট করেছিলাম, সাসপেন্ড হওয়ার পর বললেন বিশ্বভারতীর ছাত্র
সাসপেন্ড করা হল ছাত্রকে
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: ফের সাসপেন্ড বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্র। বুধবার রাতে সোমনাথ সৌ নামে এক ছাত্রকে নোটিস পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এসএফআই সদস্য এই ছাত্রের সাসপেনশন ঘিরে বেড়েছে বিতর্ক। বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নীতি-বিরোধী কাজ করার জন্যই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তবে ছাত্রের দাবি, অমর্ত্য সেন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কিছু নথির ছবি পোস্ট করেছিলেন তিনি। সে কারণেই তাঁর বিরুদ্ধে তদন্ত করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্র।

সোমনাথ সৌ বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের তৃতীয় সেমেস্টারের ছাত্র। বুধবার রাতে ইমেল মারফত নোটিস পাঠানো হয় তাঁকে। সেখানে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটি বা স্ট্যান্ডিং স্টুডেন্টস ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তরের একটি সেমেস্টার থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

ওই ছাত্রের দাবি, তৃতীয় সেমেস্টারে এভাবে সাসপেন্ড করার অর্থ এক বছর নষ্ট করা। ওই ছাত্র জানান, জমি সংক্রান্ত বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের যে বিবাদ চলছে, সে ব্যাপারে কিছু নথির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। ওই ছাত্রের দাবি, পারলে বিশ্বভারতী তার পাল্টা নথি পেশ করুক।

ওই ছাত্র আরও জানিয়েছেন, এর আগেও এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। ভর্তি আটকে দেওয়া হয়। কোর্টের নির্দেশ সত্ত্বেও ভর্তি আটকে দেওয়া হচ্ছিল। ক্রমাগত কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ছাত্রের কথায়, ‘কেরিয়ারের ক্ষতি করার যে প্রবণতা, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

Next Article