বোলপুর: প্রেমঘটিত বিবাদের জেরে প্রেমিকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপেই কাটা গেল যুবকের ঠোঁট। গুরুতর আঘাত মাথায়। আক্রান্তের পরিবারের সদস্যদের অভিযোগ, খুনের চেষ্টা করা হয়েছে তাঁদের ছেলেকে। কিন্তু, পুলিশ সেই কেস রুজু না করে পকেটমারি, ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বোলপুরে (Bolpur in Birbhum)।
সূত্রের খবর, বোলপুর থানার অন্তর্গত কাশীপুর গ্রামের বাসিন্দ মমিনুল ইসলামের সঙ্গে ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে ওই গ্রামেরই এক যুবতীর। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিগত কিছু সময় ধরে তাঁদের সম্পর্ক আর ভাল যাচ্ছিল না। নানা বিষয় নিয়ে বিবাদ হচ্ছিল। এরইমধ্যে মমিনুল ইসলামকে ডেকে পাঠায় তাঁর প্রেমিকার বাবা। দেখা করতেই তাঁর উপর চড়াও হয় যুবতীর বাড়ির লোকজন। বেধড়ক মারধর করা হয়। কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। কোনওমতে পালিয়ে বাড়ি এলে বাড়ির সামনে ফের তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই শেষ পর্যন্ত উদ্ধার করেন মমিনুলকে।
ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। যদিও সেখানেও তাঁর ঠিক মতো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ। আহতদের পরিবারের সদস্যরা দীর্ঘ সময় বিক্ষোভও দেখান হাসপাতালে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আহত যুবকের বাবা। পুলিশকে কাঠগড়ায় তুলে তিনি বলছেন, “আমার ছেলেকে যখন মারা হয় তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না। বাড়ির বাইরেই ওর উপর হামলা হয়। পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওকে বাঁচায়। ও যখন ছুটে বাড়ি চলে আসে তখন বাড়ির সামনেও ওর উপর হামলা করা হয়। ওদের মেয়ের সঙ্গে যে ছেলের ঝামেলা হয়েছে সেটাও আগে আমরা জানতাম না। ওকে হাসপাতালে ভর্তি করার পর পুলিশে অভিযোগ জানাই। কিন্তু, সেখানে আবার কেসটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। পকেটমারির কেস দেওয়া হয়েছে। কিন্তু, এটা কেন হবে? ওরা ঘুষ খেয়ে এসব করছে।”