Birbhum: পণের টাকা দিতে পারেনি বাবা, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার মেয়ের ঝুলন্ত দেহ

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Jul 28, 2023 | 10:43 PM

Birbhum: শুক্রবার সকালে কামারখুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে কারিমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।

Birbhum: পণের টাকা দিতে পারেনি বাবা, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার মেয়ের ঝুলন্ত দেহ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

বীরভূম: ২ লক্ষ নগদ আর ৬ ভরি সোনা দেওয়ার কথা হলেও বিয়ের সময় আর্থিক অনটনের জেরে ৩ ভরি সোনা দিতে পারেনি বাবা। আর সে কারণেই কয়েকদিন আগে এক গৃহবধূকে পুড়িয়ে মারা অভিযোগ উঠেছিল বোলপুরে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল বোলপুর পুরসভার কাছারিপট্টি এলাকায়। মারা গিয়েছিলেন তনুশ্রী ঘোষ নামে এক গৃহবধূ। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল বীরভূমের পাইকর থানার কামারখুর গ্রামে। 

শুক্রবার সকালে কামারখুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে কারিমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে ওই এলাকায়। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, পণের অতিরিক্ত ২ লক্ষ টাকা দিতে না পারাতেই কারিমাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। সূত্রের খবর, বছর দুয়েক আগে পাইকর থানার আমডোল গ্রামের কারিমার সঙ্গে কামারখুর গ্রামের আশরাফুল শেখের বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকে লাগাতার মেয়ের উপর পণের জন্য চাপ দেওয়া হতো। মারধরও করা হতো। এমনকী জামাইয়ের চাহিদা মেনে বেশ কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু, তারপরেও আরও ২ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

সেই টাকা না দিলে মেয়ের উপর অত্যাচারের পরিমাণ দিনে দিনে বাড়তে থাকে। এরইমধ্য়ে ঘটে গিয়েছে এ ঘটনা। পাইকর থানার পুলিশ গিয়ে ইতিমধ্য়েই মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এদিকে ঘটনার পর থেকে কারিমার শ্বশুরবাড়ির লোকজনের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। 

Next Article