পাইকর: কয়েকদিন আগেই বীরভূমের খয়রাশোলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে আর ঘরে ফেরা হয়নি তিন বাসিন্দার। মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন বীরবল বাদ্যকর (৪৫), সনাতন ধীবর (৪৮) ও অমৃত বাগদি (৩২)। এবার যেন একই ঘটনার ছায়া বীরভূমের পাইকর থানার নয়াগ্রামে। সেপটিক ট্য়াঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হল এলাকার দুই শ্রমিকের। মৃতদের নাম সাফিকুল শেখ ও গোলশাহানুর শেখ।
ঘটনাটি ঘটেছে ওড়িশার খুরদা জেলায়। সূত্রের খবর, সেখানেই ধাউলি থানার রঘুনাথগঞ্জ এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে কাজ করতে নেমে ছিলেন দুই শ্রমিক। তাঁদের সহকর্মীরা জানাচ্ছেন, বাড়িটির ঠিকাদার প্রথমে সাফিকুলকে সেপটিক ট্যাঙ্কে নামতে বলেন। সেই মতো তিনি নেমেও যান। কিন্তু, তারপর বেশ কিছুক্ষণ তাঁর আর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। অজ্ঞান হয়ে গিয়েছেন ভেবে উদ্বেগ বাড়ে বাকিদের মধ্যে। তখনই তাঁর খোঁজে ভিতরে ঢোকেন গোলশাহানুর শেখ। কিন্তু, ঢোকা মাত্রই তিনিইও অজ্ঞান হয়ে যান বলে খবর। বাকি সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
খবর যায় পুলিশে। ইতিমধ্যেই ধাউলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে। দুই শ্রমিকের দেহ ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নয়াগ্রামে। তবে কখন দুই শ্রমিকের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি।