Anubrata Mondal: ‘দিদিকেও জানাব, অভিষেককেও জানাব…’, হঠাৎ কী করতে চলেছেন অনুব্রত?

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2024 | 2:49 PM

Anubrata Mondal: প্রসঙ্গত, তিহার থেকে ফিরে আসার পর থেকেই একেবারে অন্য মেজাজে দেখা যাচ্ছে অনুব্রতকে। শুরুতে কিছুদিন পরিবার নিয়ে বেশ কিছুটা ব্যস্ত থাকলেও এবার ফের ধীরে ধীরে নামছেন চেনা জমিতে। এরইমধ্যে তাঁর এই ‘ইচ্ছা’ নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক আঙিনায়।

Anubrata Mondal: ‘দিদিকেও জানাব, অভিষেককেও জানাব…’, হঠাৎ কী করতে চলেছেন অনুব্রত?
অনুব্রত মণ্ডল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বোলপুর: এবার নতুন ইচ্ছা কেষ্টর। বীরভূমে কোর কমিটির কলেবর বাড়ানো হোক। বর্তমানে যে ৭ জনের কোর কমিটি রয়েছে তা ঠিক ‘পছন্দ’ নয় কেষ্টর। চাইছেন কমিটি পুনর্গঠন করা হোক। কম করে ১৫ জন করা হোক সদস্য সংখ্যা। সূত্রের খবর, এমনটাই ইচ্ছা অনুব্রত মণ্ডলের। অনুব্রত বলছেন, “কোর কমিটি তো নতুন কোনও বিষয় নয়। আমার আমলে আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন তো কোর কমিটি ছিল। এখন যে আয়তন আছে তা বাড়ানো দরকার। দিদিকেও জানব। অভিষেককেও জানাব।”

তবে মমতা-অভিষেককে জানানোর আগে অন্য পরিকল্পনাও রয়েছে অনুব্রতর। বলছেন, “কমিটি এখন অনেকটাই বোলপুর ভিত্তিক হয়ে গিয়েছে। তাই কমিটির আয়তন বাড়ানো দরকার। আগে এখানকার কোর কমিটিকে বলব বাড়ানোর জন্য। তারপর আমরা একসঙ্গে প্রস্তাব পাঠাব।” 

প্রসঙ্গত, তিহার থেকে ফিরে আসার পর থেকেই একেবারে অন্য মেজাজে দেখা যাচ্ছে অনুব্রতকে। শুরুতে কিছুদিন পরিবার নিয়ে বেশ কিছুটা ব্যস্ত থাকলেও এবার ফের ধীরে ধীরে নামছেন চেনা জমিতে। এরইমধ্যে তাঁর এই ‘ইচ্ছা’ নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক আঙিনায়। কোর কমিটি ‘নিয়ন্ত্রণ’ করতেই কি সংখ্য়া বৃদ্ধির ভাবনা? ঘুরছে প্রশ্নটা। অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুধু বোলপুর নয়, জেলার সব প্রান্তেই যাতে কোর কমিটির সদস্যরা থাকেন তা চেষ্টা করছেন অনুব্রত। কিন্তু, বর্তমান কোর কমিটিতে সেই ছবি দেখা যাচ্ছে না। যা অনেকটা বোলপুর কেন্দ্রিক হয়ে গিয়েছে। তাই এর বদল চাইছেন তিনি। এখন অনুব্রতর ‘আবেদনে’ শেষ পর্যন্ত মমতা-অভিষেক কতটা কর্ণপাত করেন সেটাই দেখার। 

Next Article