নয়া দিল্লি: দুর্নীতি বন্ধ করতে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরেও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। আর এবার অভিনব পন্থা নিল তৃণমূল। হাতে মাইক নিয়ে রাস্তায় বেরিয়ে চলছে দুর্নীতি বিরোধী প্রচার।
আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার জন্য কোনও দালাল, কোনও কর্মী বা কোনও অফিসার কাটমানি চাইলে তাহলে তাঁদের ফাঁদে যাতে না পড়েন, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। আর এমন কিছু ঘটলে সরাসরি তৃণমূল পঞ্চায়েত কার্যালয়ে জানাতে হবে বলেও প্রচার করা হচ্ছে।
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রচার চালাচ্ছেন। তাঁরা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে প্রচার করেন। তাঁরা জানান, এরকম যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লাহ সহ অন্যান্য কর্মীরা।