বীরভূম: বোমা ফেটে জখম চার শিশু। বুধবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মল্লারপুর থানার খরাশিনপুর গ্রামে। আহত শিশুদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই চার শিশু খেলা করছিল। সেই সময় একটি প্যাকেট তারা কুড়িয়ে পায়। সেই প্যাকেটটি হাতে তুলতেই আচমকা ফেটে যায়। তাতেই আহত হয় চার শিশু। আহতদের নাম আরমান শেখ, ইন্নাল শেখ, রেহান শেখ ও সুহান শেখ। চারজনকেই নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে মল্লারপুর থানার পুলিশ।
কখনও নানুর, কখনও রামপুরহাট, বীরভূমে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। তবে খেলতে বেরিয়ে এভাবে দুর্ঘটনার মুখে পড়তে হবে, তা ভাবেনি ওই শিশুদের পরিবার। চার শিশু একই পরিবারের বলে জানা গিয়েছে। এক শিশুর মা জানিয়েছেন, পাঁচিলের ধারে রাখা ছিল বোমা। বুঝতে পারেনি তাঁর শিশু সন্তান। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে। কোথা থেকে এই বোমা এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে শিশুদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই বাসিন্দা।
এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘বীরভূম বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। আমরা বারবার বলে এসেছি সে কথা। সরকারের কোনও চেতনা নেই। রাজ্যের মন্ত্রী আসছেন। তাঁরা এলেই তৎপরতা বাড়ছে। তখন বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে। আর দেখা যাচ্ছে, তৃণমূলের নেতা-মন্ত্রীরাই এর সঙ্গে যুক্ত।’ এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন তিনি।