বিজেপি কর্মীকে হুমকি ‘গুলি করে মারব’, ভোট মিটলেও বোমাবাজি থামল না নানুরে

Apr 30, 2021 | 8:42 AM

ভোট চলাকালীন নানুরে যে ছবি দেখা গিয়েছে, এখনও তা অব্যাহত। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি কর্মীকে হুমকি গুলি করে মারব, ভোট মিটলেও বোমাবাজি থামল না নানুরে
গ্রামের মাঝে পড়ে তাজা বোমা

Follow Us

নানুর: ভোট মিটেছে। অষ্টম দফায় নানুর-সহ বীরভূমের একাধিক কেন্দ্রে ছিল ভোট গ্রহণ। কিন্তু তারপরও থামল না বোমাবাজি। ভোট আবহে গত মাস খানেক ধরে নানুরে যে বোমাবাজি ও হিংসার ছবি দেখা গিয়েছে, ভোট মিটতেও তার ব্যতিক্রম হল না। রাতভর চলল বোমাবাজি। ভোটের দিন বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই বোমাবাজিতেও তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে বিজেপি।

ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাতে নানুরের বন্দর গ্রামে বোমাবাজি চলে বলে জানা গিয়েছে। গ্রামের মাঝে বোমা পড়ে থাকতেও দেখা যায়। যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এলাকার বিজেপি কর্মী শেখ আলোয়ার বলেন, ‘সংখ্যালঘু হয়ে বিজেপি করি বলেই গত এক বছর ধরে আমার ওপর অত্যাচার করা হচ্ছে।’ তাঁকে ‘গুলি করে মারব’ বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ জানান তিনি। বলেন, ‘আমাকে কাল সারা রাত বাড়ি ঢুকতে দেওয়া হয়নি। এলাকার তৃণমূল কর্মীরাই তাঁকে বাড়ি ঢুকতে দেননি বলে জানা ওই বিজেপি কর্মী। শুধু তাঁকেই নয়, তাঁর বাড়ির লোকের ওপর অত্যাচার করা হয়েছে বলেও জানান তিনি। বিজেপির আরও এক কর্মী সমীর দাসেরও একই অভিযোগ। তিনি জানিয়েছেন রাতে অন্তত ১০-১২ টা বোমা ফেলেছে তৃণমূলের ছেলেরা। ভয় দেখানোর জন্যই এ সব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। তৃণমূল নেতাদের দাবি, হেরে যাবে, তাই সমবেদনা আদায় করার জন্যই এই কাজ করছে বিজেপিই।

আরও পড়ুন: ২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫

রাজ্যে সপ্তম দফা ভোটের দিন নানুরের থুপসারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছয় ড্রাম বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। তার কয়েক দিন আগে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় ৫০টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।

Next Article