বীরভূম: ভোট (West Bengal Assembly Election 2021) পরবর্তী সন্ত্রাস জারি বীরভূমে (Birbhum)। ফের বোমা বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে উড়ে যায় এক ব্যক্তির হাত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের ইলামবাজারে।
বৃহস্পতিবারই বীরভূমের ইলামবাজার ছোট চক এলাকায় নির্বাচন শেষেই ব্যাপক বোমাবাজি হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সকালে ওই গ্রামেরই একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘরের মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখেন। তাঁর একটি হাত উড়ে গিয়েছে।
বোমা বাঁধার সময় বোমা ফেটে আহত হন ওই ব্যাক্তি। গ্রামের পাশেই একটি ফাঁকা যায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে খবর৷ আহত ব্যক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম। ভোট চলাকালীনই তৃণমূলের ব্লক সভাপতি খামারবাড়ি থেকে ৪৩ টি সকেট বোমা উদ্ধার হয়। ট গ্রহণের শুরুতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুর। লাভপুরের ১৩২ নম্বর বুথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে চলে হামলা। বুথের সামনেই এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায়। লাভপুরের হাতিয়া গ্রামের ৮১ নম্বর বুথের কাছ থেকে বোমা উদ্ধার হয়।