সিউড়ি: সামনেই পুজো। একদিকে যখন সবাই মেতেছে পুজোর আনন্দে। তখন বীরভূম আছে বীরভূমেই। গভীর রাতে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি। জানা গিয়েছে সিউড়ির রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের সামনে পড়ল একের পর এক বোমা। তবে কী কারণে বোমাবাজি তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সিউড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড। সেখানে দু’দিন আগে এই ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। এরপর গতকাল রাত্রিবেলা আবারও বোমাবাজি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, এইভাবে স্কুলের সামনে বোমাবাজি হলে কীভাবে সন্তানদের তাঁরা স্কুলে পাঠাবেন? কাঠগড়ায় তোলা হয়েছে প্রশাসনকে। তাঁদের দাবি, প্রশাসনের উদাসীনতার জন্যই দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে হয়ে উঠেছে এই এলাকাগুলি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “কালকে রাত্রিবেলা বোমাবাজি হয়েছিল এলাকায়। এর আগে এখানে বোমা পাওয়া গিয়েছিল। পুলিশ এসেছিল। বোমা উদ্ধার করেও নিয়ে গিয়েছে। এই স্কুল মাঠে বাচ্চা-ছেলে মেয়েরা খেলা করে। কখন দুর্ঘটনা ঘটবে কেউ বলতে পারে না। প্রশাসন কী করছে জানি না।”