‘রং কালো বলে রবীন্দ্রনাথকে কোলে নিতেন না মা’, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 19, 2021 | 2:20 PM

Subhas Sarkar: গায়ের রঙের বর্ণনা করতে গিয়ে সুভাষবাবু বলেন, দুই ধরণের ফর্সা রং দেখা যায়। একটা ধরণ হল টকটকে হলুদ। আর একটা ধরণ হল লালচে ভাব। রবীন্দ্রনাথের গায়ের রং ছিল লালচে ফর্সা।

রং কালো বলে রবীন্দ্রনাথকে কোলে নিতেন না মা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

বীরভূম: “রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোকজন সাদা ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে তাঁকে কেউ কোলে নিতেন না।” কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এহেন মন্তব্যে বিতর্ক তুঙ্গে।

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বুধবার বিশ্বভারতীর এক অনুষ্ঠানে রবীন্দ্র চর্চা করতে গিয়ে সুভাষ সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে তাঁর মা এবং বাড়ির লোক কোলে নিতেন না তাঁকে।

এদিন সুভাষ সরকার এই মন্তব্য করার সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তাঁদের উপস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সকলের গায়ের রং ফর্সা ছিল। এরপর গায়ের রঙের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, দুই ধরণের ফর্সা রং দেখা যায়। একটা ধরণ হল টকটকে হলুদ। আর একটা ধরণ হল লালচে ভাব। রবীন্দ্রনাথের গায়ের রং ছিল লালচে ফর্সা।

বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। এ নিয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের প্রতিক্রিয়া, বাঙালি হিসাবে দুঃখিত। তৃণমূলের দাবি, এর আগেও বাংলার মনিষীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে এসেছেন বিজেপির নেতা মন্ত্রীরা।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে উল্লেখ করেছেন, ‘আমি বাস্তবিক মায়ের কালো ছেলে ছিলাম’। ছেলেবেলাতেই কবি লিখেছেন, ‘অনাদর একটা মস্ত স্বাধীনতা’। চাকর মহলেই দিন কাটত ঠাকুরপরিবারের শিশুদের। তবে রবিজীবনীকার প্রশান্তকুমার পাল জানিয়েছেন, বাকি ভাইদের তুলনায় কিছুটা শ্যমবর্ণ ছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু তিনি কালো বলে কোলে নিতেন না কেউ, এমন কোনও তথ্য নেই। আরও পড়ুন: ‘বাপরে এত দাম!’ আধার সংশোধনের মূল্য শুনে আঁধার দেখছেন বোলপুরবাসী

Next Article