AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on DVC: ‘এবার এটাই করব…’ DVC-কে বেকায়দায় ফেলতে এবার বড় ‘প্ল্যানিং’-এর কথা বললেন মমতা

Mamata Banerjee on DVC: রাজ্যে প্রতি বছর যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তার জন্য বারবার দামোদর ভ্যালি কর্পোরেশনের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার নতুন পরিকল্পনার কথা শোনা গেল তাঁর মুখে।

Mamata on DVC: 'এবার এটাই করব...' DVC-কে বেকায়দায় ফেলতে এবার বড় 'প্ল্যানিং'-এর কথা বললেন মমতা
| Edited By: | Updated on: Jul 28, 2025 | 2:27 PM
Share

বোলপুর: চলতি বছর রাজ্যে বৃষ্টির অভাব নেই। একদিকে বর্ষা, অন্যদিকে নিম্নচাপের জেরে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসি-কে দায়ী করেছেন। ডিভিসি-র জলে বাংলার জেলা ভেসে যাচ্ছে বলে প্রতিবাদ করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী বললেন, ডিভিসি-র জল আটকাতে এবার অন্য প্ল্যানিং করবেন তিনি।

গত কয়েক বছর ধরে রাজ্যের সঙ্গে বারবার ডিভিসি-র সংঘাত সামনে এসেছে। চিঠি চালাচালিও হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। অন্যদিকে, ডিভিসি-র বক্তব্য, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। এমনকী দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা।

সোমবার বোলপুরের সভায় বসে মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।” মমতার দাবি, ডিভিসি’র আজ ২০ বছর ধরে ড্রেজিং হয়নি। ফলে জলধারণ ক্ষমতা অনেক কমে গিয়েছে। ঠিকমতো ড্রেজিং হলে ৪ লক্ষ কিউসেক ওয়াটার জল বেশি ধরতে পারত বলে দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জলে ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”