Birbhum News: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নাবালক সহপাঠী
পরিবার সূত্রে জানা গিয়েছে, এক গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল ওই নাবালক সহ তিনজন। অভিযোগ, শুক্রবার ওই কিশোরীকে বাকি দু'জন কিশোর জানায় আটটার পরিবর্তে সাতটা সময় পড়াবেন শিক্ষক। সেই মতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর কিশোরী বাড়ি ফিরে আসে। তারপর পরিবারকে সব বিষয় খুলে বলে।

বীরভূম: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার দুই নাবালকও। জানা গিয়েছে, চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই দুই নাবালকের বিরুদ্ধে। তাঁরা মেয়েটির সহপাঠী জানা যাচ্ছে। শনিবার ধৃতদের তোলা হয় বীরভূমের সিউড়িতে জুভেনাইল জাস্টিস বোর্ডে। তাদের বিরুদ্ধে পক্সো আইনে চার ও ছ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এক গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল ওই নাবালক সহ তিনজন। অভিযোগ, শুক্রবার ওই কিশোরীকে বাকি দু’জন কিশোর জানায় আটটার পরিবর্তে সাতটা সময় পড়াবেন শিক্ষক। সেই মতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর কিশোরী বাড়ি ফিরে আসে। তারপর পরিবারকে সব বিষয় খুলে বলে। এরপরই দ্রুত পরিবারের সদস্যরা গিয়ে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করে। তারপর আটক করা হয় ওই দুই নাবালককে। ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। সোমবার গোপন জবানবন্দি নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।
সরকারি পক্ষের আইনজীবী অনিন্দ সিংহ বলেন, “সিউড়ি থানায় গতকাল একটি অভিযোগ দায়ের হয়। তাঁর অভিযোগ ছিল যে, তাঁর মেয়ে যখন কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিলেন সেই সময় মাস্টারমশাই না আসায় তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়। আজ অভিযুক্তদের জুভিনাইল আদালতে তোলা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে।”
