তৃণমূল টিকিট দেয়নি তো ‘কুছ পরোয়া নেহি’, নির্দলের হয়েই মনোনয়ন জমা দিলেন মইনুদ্দিন শামস

Apr 03, 2021 | 4:52 PM

বাম (Left) জমানার মন্ত্রী তথা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন।

তৃণমূল টিকিট দেয়নি তো কুছ পরোয়া নেহি, নির্দলের হয়েই মনোনয়ন জমা দিলেন মইনুদ্দিন শামস
মইনুদ্দিন শামস।

Follow Us

বীরভূম: নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন নলহাটির (Nalhati) বিদায়ী বিধায়ক মইনুদ্দিন শামস। শনিবার বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দফতরে অনুগামীদের সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মইনুদ্দিন শামস নলহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। কিন্তু এবার তাঁকে আর টিকিট দেয়নি দল। তার পরিবর্তে নলহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজেন্দ্রপ্রসাদ সিংহকে। এরপরই দলের বিরুদ্ধে সুর চড়ান শামস। দল ছেড়ে নির্দলে দাঁড়াবেন বলে হুঁশিয়ারিও দেন।

আরও পড়ুন: কমিশনেও বাড়ছে করোনার সংক্রমণ, সরানো হল একাধিক ‘পজিটিভ’ পর্যবেক্ষককে

শনিবার সে কথাই রাখলেন বাম জমানার মন্ত্রী তথা প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন। তিনি সাফ জানিয়ে দেন, এলাকা ছাড়বেন না তিনি। তাই নলহাটি বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন।

Next Article