বীরভূম: পুরভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া ও বজবজ পুরসভা দখল করেছে তৃণমূল। এ বার, বিরোধী দলের প্রার্থীকে হুমকি দিয়ে নিজ দলে যোগদান করানোর অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP Candidate) অপর্ণা দাস বৃহস্পতিবার রাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তাঁকে টাকা এবং বাড়ি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজেপির প্রার্থী করা হয়েছিল। কিন্তু তিনি তা ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দিলেন। যদিও বিজেপির দাবি, তাদের প্রার্থীকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। এই প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, “শুধু অপর্ণা দাস নন, এর পাশাপাশি আমরা আরও ছয় জন বিজেপি প্রার্থীর সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারছি না। শোনা যাবে তাঁরাও হয়তো তৃণমূলে যোগদান করছেন। আসলে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে তৃণমূল এই কাজ করাচ্ছে।”
বুধবারই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাঁইথিয়া ও বজবজ দুটি পুরসভা দখল করে তৃণমূল। বিরোধীদের তরফে অভিযোগ ওঠে, প্রার্থীদের মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। বোলপুরের এসডিও অফিসে একদিকে বোমা বাজি ফাটিয়ে, ফুটবল নিয়ে এসে নমিনেশন ফাইল করে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে বিজেপি প্রাথীদের নমিনেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি সেখানেই বিজেপি প্রার্থীদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরেই বুধবার মনোনয়ন জমা দেওয়ার পরেই বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দেন অপর্ণা। যা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। শুধু অপর্ণাই নন, তৃণমূলে যোগ দিয়েছেন, রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্দীপ চক্রবর্তী।
সামগ্রিকভাবে পুরভোটের আগেই সিউড়ি বিধানসভার ছবিটা কী দাঁড়াচ্ছে? সূত্রের খবর, অপর্ণা-সহ আরও একজন বিজেপি প্রার্থী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মোট ৬ জন মনোনীত প্রার্থীর খোঁজ মিলছে না। সূত্রের খবর, শুক্রবারের মধ্যেই সকল বিজেপি প্রার্থী নিজ নিজ মনোনয়ন ‘স্বেচ্ছায়’ প্রত্যাহার করে নেবেন। যদিও, তৃণমূল স্পষ্ট দাবি করেছে, সাধারণ মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে দলে যোগ দিচ্ছেন। কিন্তু সত্যি কি তাই? স্থানীয়রা অনেকেই বলছেন, নির্বাচন যদি হওয়ারই হয়, তাহলে প্রার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তাহলে স্পষ্ট যে বিরোধীদের পুরভোটে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিজেপির তরফেও অভিযোগ একই। জোর করেই সকলকে তৃণমূলকে ফেরানো হচ্ছে বলে অভিযোগ।
সিউড়ি পুরসভায় মোট ২১ টি ওয়ার্ড। গত পুরভোটে ২১ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে কোথাও ছিল কংগ্রেস, কোথাও বা বাম শিবির। বাকি ওয়ার্ডগুলির মধ্যে ৪টিতে জিতেছিল বিজেপি। ৭টি ওয়ার্ডে জিতেছিল কংগ্রেস ও একটিতে সিপিএম। বাইশের পুরভোটে গোটা সংখ্যাটাই অন্য। সিউড়ি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭,২০,২১ নম্বর ওয়ার্ড। অর্থাৎ, ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে মাত্র সময়ের অপেক্ষা।
বস্তুত, পুরভোটের আগে একবার দলীয় সভামঞ্চ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, “আমি ক্ষমা চাইছি। যা করেছি ভুল করেছি। এ বারে যাতে ভোট টা হয় সেটা দেখব। ভোটের ভোটের মতো হবে। সাধারণ মানুষ ভোট দেবেন।” পরবর্তীতে, অনুব্রত বলেছিলেন, পুরভোটে হকি খেলবেন তিনি। তারপরেই, মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার। যদিও, অনুব্রত জানিয়েছেন, তিনি কাউকে নমিনেশন জমা করতে বাধা দেননি। বরং, বিজেপিই প্রার্থী দিতে পারেনি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মতো এ বার পুরনির্বাচনেও প্রার্থী দিতে দিতে দেয়নি তৃণমূল।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বীরভূম: পুরভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া ও বজবজ পুরসভা দখল করেছে তৃণমূল। এ বার, বিরোধী দলের প্রার্থীকে হুমকি দিয়ে নিজ দলে যোগদান করানোর অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP Candidate) অপর্ণা দাস বৃহস্পতিবার রাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তাঁকে টাকা এবং বাড়ি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজেপির প্রার্থী করা হয়েছিল। কিন্তু তিনি তা ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দিলেন। যদিও বিজেপির দাবি, তাদের প্রার্থীকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। এই প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, “শুধু অপর্ণা দাস নন, এর পাশাপাশি আমরা আরও ছয় জন বিজেপি প্রার্থীর সঙ্গে কোনরকম যোগাযোগ করতে পারছি না। শোনা যাবে তাঁরাও হয়তো তৃণমূলে যোগদান করছেন। আসলে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে তৃণমূল এই কাজ করাচ্ছে।”
বুধবারই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাঁইথিয়া ও বজবজ দুটি পুরসভা দখল করে তৃণমূল। বিরোধীদের তরফে অভিযোগ ওঠে, প্রার্থীদের মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। বোলপুরের এসডিও অফিসে একদিকে বোমা বাজি ফাটিয়ে, ফুটবল নিয়ে এসে নমিনেশন ফাইল করে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে বিজেপি প্রাথীদের নমিনেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি সেখানেই বিজেপি প্রার্থীদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরেই বুধবার মনোনয়ন জমা দেওয়ার পরেই বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দেন অপর্ণা। যা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। শুধু অপর্ণাই নন, তৃণমূলে যোগ দিয়েছেন, রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্দীপ চক্রবর্তী।
সামগ্রিকভাবে পুরভোটের আগেই সিউড়ি বিধানসভার ছবিটা কী দাঁড়াচ্ছে? সূত্রের খবর, অপর্ণা-সহ আরও একজন বিজেপি প্রার্থী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মোট ৬ জন মনোনীত প্রার্থীর খোঁজ মিলছে না। সূত্রের খবর, শুক্রবারের মধ্যেই সকল বিজেপি প্রার্থী নিজ নিজ মনোনয়ন ‘স্বেচ্ছায়’ প্রত্যাহার করে নেবেন। যদিও, তৃণমূল স্পষ্ট দাবি করেছে, সাধারণ মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে দলে যোগ দিচ্ছেন। কিন্তু সত্যি কি তাই? স্থানীয়রা অনেকেই বলছেন, নির্বাচন যদি হওয়ারই হয়, তাহলে প্রার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তাহলে স্পষ্ট যে বিরোধীদের পুরভোটে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিজেপির তরফেও অভিযোগ একই। জোর করেই সকলকে তৃণমূলকে ফেরানো হচ্ছে বলে অভিযোগ।
সিউড়ি পুরসভায় মোট ২১ টি ওয়ার্ড। গত পুরভোটে ২১ টি ওয়ার্ডের মধ্যে ৯ টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে কোথাও ছিল কংগ্রেস, কোথাও বা বাম শিবির। বাকি ওয়ার্ডগুলির মধ্যে ৪টিতে জিতেছিল বিজেপি। ৭টি ওয়ার্ডে জিতেছিল কংগ্রেস ও একটিতে সিপিএম। বাইশের পুরভোটে গোটা সংখ্যাটাই অন্য। সিউড়ি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে ৬, ৭, ৮, ১৫, ১৬, ১৭,২০,২১ নম্বর ওয়ার্ড। অর্থাৎ, ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে মাত্র সময়ের অপেক্ষা।
বস্তুত, পুরভোটের আগে একবার দলীয় সভামঞ্চ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, “আমি ক্ষমা চাইছি। যা করেছি ভুল করেছি। এ বারে যাতে ভোট টা হয় সেটা দেখব। ভোটের ভোটের মতো হবে। সাধারণ মানুষ ভোট দেবেন।” পরবর্তীতে, অনুব্রত বলেছিলেন, পুরভোটে হকি খেলবেন তিনি। তারপরেই, মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার। যদিও, অনুব্রত জানিয়েছেন, তিনি কাউকে নমিনেশন জমা করতে বাধা দেননি। বরং, বিজেপিই প্রার্থী দিতে পারেনি। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মতো এ বার পুরনির্বাচনেও প্রার্থী দিতে দিতে দেয়নি তৃণমূল।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা