বোলপুর: বারবার বিশ্বভারতীর উপাচার্যের (Vice Chancellor of Viswa Bharati) বিরুদ্ধে কর্মীদের সাসপেন্ড ও শোকজ় করার অভিযোগ উঠেছে। আর এবার বিশ্বভারতীর বুকে প্রথমবার ছাত্র আন্দোলনের কারণে একসঙ্গে ২৯ জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। বিশ্বভারতীর অধ্যাপক থেকে শুরু করে কর্মী সংগঠন – সকলেই সরব হয়েছেন। অভিযোগ প্রতিটি ক্ষেত্রেই প্রায় একই, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রতিহিংসা পরায়ন হয়েই নাকি বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের সাসপেন্ড এবং শোকজ় করছেন। আর এবার ছাত্র আন্দোলনের জন্য বিশ্বভারতীর বুকে প্রথমবার একসঙ্গে ২৯ জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করার ঘটনা। এরপর ফের উপাচার্যের বিরুদ্ধে নিন্দায় সরব বিভিন্ন মহল।
গত বৃহস্পতিবার বিশ্বভারতীতে হোস্টেল খোলা ও অনলাইনে পরীক্ষার দাবিতে বিশ্বভারতীর উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেন্ট্রাল অফিসের দুই প্রান্তে থাকা মূল দুটি গেট – বলাকা ও পূরবী, তালা দেওয়া থাকা সত্বেও আন্দোলন করে সেন্ট্রাল অফিসের সামনে এসে পৌঁছান এবং বিক্ষোভ দেখাতে থাকেন। সে কারণেই এবার কর্তব্যের গাফিলতির অভিযোগ এনে ২৯ জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই ২৯ জনের মধ্যে নয় জন মহিলা, পাঁচ জন প্রাক্তন সেনাকর্মী রয়েছেন।
বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস যাওয়ার মূল রাস্তার দুই প্রান্তে রয়েছে দুটি গেট। যার একটির নাম পূরবী ও অন্যটি বলাকা। বৃহস্পতিবার আন্দোলনের আগে এই দু’টি গেটে তালা মেরে রাখা হয়েছিল। কিন্তু তার পরেও আন্দোলনরত ছাত্রছাত্রীরা পূর্বপল্লী বয়েজ হোস্টেলের ভেতর দিয়ে প্রবেশ করে সেন্ট্রাল অফিসের সামনে পৌঁছে যান। সেখানেই ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখান। আর সে কারণেই আবারও উপাচার্যের রোষের মুখে পড়লেন বিশ্বভারতী নিরাপত্তা কর্মীরা। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এই ২৯ জন নিরাপত্তা কর্মীকে সাত দিনের জন্যে সাসপেন্ড করা হয়েছে। যদিও, এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে চায়নি।
আরও পড়ুন : Municipal Elections 2022: সিউড়িতে শিহরণ! সকালে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন, রাতে ‘কেষ্টর’ দলে