বীরভূম: বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বাড়িতে বলেছিল যে স্কুল যাচ্ছি। তবে স্কুলে না গিয়েই ঘুরতে গিয়েছিল। এরপরই মর্মান্তিক পরিণতি। কোপাই নদীতে স্নানে নেমে তলিয়ে গেল কিশোর। জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর,নিখোঁজ পড়ুয়ার নাম সায়ক পাল। তার বাড়ি বোলপুরের প্রফেসর কলোনি এলাকায়। বোলপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া সে। জানা গিয়েছে, বুধবার সকালে স্কুল না গিয়ে ছয় বন্ধু ঘুরতে বেরিয়ে যায়। তারপরে দুপুরে কোপাই নদীর তীরে এসে পৌছয়। সেখানে জলে স্নান করতে নামে সায়ক সহ আরও একজন। বাক বন্ধুরা বসেছিল পাড়ে। স্নান করতে-করতে হঠাৎ করেই হাবুডুবু খেতে খেতে জলের তলিয়ে যায় সায়ক।
এই খবর জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন ও পুলিশের তরফে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজ শুরু করে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ” সায়ক স্নান করতে গিয়ছিল। সোহম বলে আর একজন বন্ধু নিচে নেমে যায়। ওকে বারণ করেছিলাম। এরপর নামে। সঙ্গে আরও একজন নেমেছিল। আসলে স্কুল বাঙ্ক করে ঘুরতে এসেছিলাম আমরা। আরও একজন যে স্নান করছিল সে উঠতে পেরেছে। সায়কই ডুবে যায়।” আরও এক বন্ধু বলেন, আমরা বসেছিলাম। সায়ক আর একজন এই পাশ থেকে ঝাঁপ দেয়। তারপর একটু পরে আরও দূর থেকে ঝাঁপ দেয়। হঠাৎ করে তলিয়ে যায় সে।”