Anubrata Mondal: ‘আমি নিশ্চয়ই কোনও পাপ করেছিলাম, শাস্তি পেয়েছি’, আবেগতাড়িত অনুব্রত

হিমাদ্রী মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Sep 27, 2024 | 5:13 PM

Anubrata Mondal: এদিনও অতি সন্তর্পণে অনুব্রত এড়িয়ে গিয়েছেন, গ্রেফতারি প্রসঙ্গ। কোথাও কোনও ষড়যন্ত্র হয়েছে কি না প্রশ্ন করা হলে কেষ্টকে হাত জোড় করে বলতে শোনা যায়, "আইনকে সম্মান করি। আইনকে ভালবাসি। ওই ব্য়াপারে আমি কিছু বলব না। আমি কোনও বিতর্কে যাব না।"

Anubrata Mondal: আমি নিশ্চয়ই কোনও পাপ করেছিলাম, শাস্তি পেয়েছি, আবেগতাড়িত অনুব্রত
অনুব্রত মণ্ডল।
Image Credit source: PTI

Follow Us

বীরভূম: গরু পাচার মামলায় প্রায় ২ বছর জেলে থেকেছেন অনুব্রত মণ্ডল। জেলে থাকতে হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। মেয়ের এই কারাবাস নিয়ে আক্ষেপের সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। জেলায় সাংবাদিক বৈঠকে অনুব্রতকে বলতে শোনা যায়, সাধারণ বাড়ির মেয়ে হয়েও জেল খাটতে হয়েছে সুকন্যাকে।

দলের নেতারা অনুব্রত মণ্ডলকে ‘বীরভূমের বাঘ’ বললেও তিহাড় থেকে ফেরা ইস্তক মেয়ের কথায় বারবার আবেগতাড়িত হতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে বাপ-মেয়ের কথার মাঝে আদরের ‘রুবাই’য়ের চোখে জল দেখে কান্না ধরে রাখতে পারেননি অনুব্রত। বৃহস্পতিবারও সাংবাদিক সম্মেলনে মেয়ের কথা বলতে গিয়ে স্বর নরম হয়ে যায় তাঁর।

অনুব্রত মণ্ডল বলেন, “আমার মেয়ে, আমার সন্তানকেও ১৬ মাস জেল খাটানো হয়েছে। ও তো নেতা নেত্রীও নয়। সাধারণ বাড়ির মেয়ে। আমি নিশ্চয়ই এমন কিছু অন্য়ায় করেছিলাম, পাপ করেছিলাম, ঈশ্বরের কাছে তার শাস্তি পেয়েছি।” একইসঙ্গে অনুব্রত বার্তা দেন, “সকলে একসঙ্গে চলো। কেউ ভেদাভেদ কোরো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ সবাই মিলে শাস্তি বজায় রাখো। বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ যে যেখানে আছে সবাই শান্তি রেখে চলো।

তবে এদিনও অতি সন্তর্পণে অনুব্রত এড়িয়ে গিয়েছেন, গ্রেফতারি প্রসঙ্গ। কোথাও কোনও ষড়যন্ত্র হয়েছে কি না প্রশ্ন করা হলে কেষ্টকে হাত জোড় করে বলতে শোনা যায়, “আইনকে সম্মান করি। আইনকে ভালবাসি। ওই ব্য়াপারে আমি কিছু বলব না। আমি কোনও বিতর্কে যাব না।” কালীপুজোর পর থেকে পুরোদমে ময়দানে নামছেন বীরভূমের দাপুটে শাসকনেতা কেষ্ট মণ্ডল। আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন চিকিৎসার জন্য। কালীপুজোর পর থেকে ফের ময়দানে নামছেন অনুব্রত মণ্ডল। পুরোদমে নামছেন তিনি।

Next Article